বিপিএলে দল কিনলেন সুপারস্টার শাকিব খান
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৪:০০ অপরাহ্ন, ১৬ই আগস্ট ২০২৪
প্রবল ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে গত ৫ আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। দেশের এই রাজনৈতিক পালাবদলের প্রভাব পড়েছে দেশের ক্রীড়াঙ্গনে। ছাত্র-জনতার আন্দোলনের পর বিশেষ করে দেশের ক্রিকেটে চলছে চরম অস্থিরতা। এরই মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়েও নতুন অনিশ্চয়তা দেখে দিয়েছে।
প্রসাধনী ও হোম কেয়ার পণ্যের প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের পরিচালক হলেন বাংলা সিনেমার সুপারস্টার শাকিব খান। রূপালী পর্দার জগত থেকে এবার তিনি নাম লেখালেন ক্রিকেটাঙ্গনে। ইতোমধ্যেই সাইনিংমানিসহ কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে বলে জানিয়েছে সূত্রটি।
আরও পড়ুন: মৌসুমীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
আগামী বিপিএল আদৌ অনুষ্ঠিত হবে কিনা- সেটা নিয়ে এখনো যথেষ্ঠ শঙ্কা আছে। ক্ষমতার পরিবর্তনে ফ্র্যাঞ্চাইজিগুলোর অবস্থা খারাপ। এদিকে আত্মগোপনে থাকা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। আত্মগোপনে আছেন বিসিবির আরও কিছু কর্মকর্তা। সব মিলিয়ে ছন্নছাড়া অবস্থা দেশের ক্রিকেট প্রশাসনের।
এমএল/