‘পর্তুগাল ছাড়া বিশ্বকাপ নয়’, কথা রাখলেন রোনালদো


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


‘পর্তুগাল ছাড়া বিশ্বকাপ নয়’, কথা রাখলেন রোনালদো

‘সি’ গ্রুপের ফাইনালে নর্থ ম্যাসিডোনিয়ার বিপক্ষে মাঠে নামার আগে ক্রিশ্চিয়ানো রোনালদো কথা দিয়েছিলেন ‘পর্তুগাল ছাড়া বিশ্বকাপ নয়’। শেষ পর্যন্ত পর্তুগালকে বিশ্বকাপে নিয়েই গেলেন রোনালদো-ব্রুনো ফের্নান্দেসরা। নিজেদের মাঠ পোর্তয় খেলা, সমর্থকদের তাঁতিয়ে দেওয়ার জন্য ম্যাচের আগের দিনই কড়া কথা বলে রেখেছিলেন রন। বলেছিলেন, নর্থ ম্যাসিডোনিয়াকে অতিষ্ঠ করে দিতে হবে। সমর্থকরাও রোনালদোর কথা রেখেছেন। গোটা ম্যাচে এক মুহূর্তের জন্যও থামেনি তারা। গলা ফাটিয়েছেন দলের জন্য নিশ্চিত হওয়া পর্যন্ত।

পোর্তয় শুরু থেকেই ম্যাসিডোনিয়াকে চেপে রাখছিল স্বাগতিকরা। তবে ইতালির বিপক্ষে ম্যাচটির চাইতেও অনেক গুছিয়ে খেলেছে দলটি। তবে প্রথমার্ধে প্রথম সুযোগ আসে রোনালদোর। ১৪তম মিনিটের মাথায় দূর থেকে নেওয়া শট গোল পোস্ট ঘেঁষে চলে যায়। চলে পাল্টাপাল্টি আক্রমণ। এই সুযোগে ৩২ মিনিটের মাথায় এগিয়ে যায় স্বাগতিকরা। ৩২ মিনিটের মাথায়। প্রতিপক্ষের অধিনায়ক স্তেফান রিস্তোভস্কি বল পাঠাতে চেয়েছিলেন অন্য প্রান্তে তবে মাঝপথে বল পেয়ে যান ব্রুনো ফের্নান্দেস। এরপর রোনালদোকে বল দিয়ে আবারও ফিরতি পাসে বল পান ফের্নান্দেস। তাতেই গোল পেয়ে যান ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।

গোল খেয়ে অনেকটা দুর্বল হয়ে যায় ম্যাসিডোনিয়া। তারই সুযোগ নিয়ে ৬৫ মিনিটের মাথায় আবারও ফের্নান্দেসের গোল। ২-০ তে পিছিয়ে পড়ে আর জোরালো আক্রমণ করতে পারেনি ম্যাসিডোনিয়া। বড় জয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ নিশ্চিত করে ২০১৬ ইউরো চ্যাম্পিয়নরা।

এসএ/