পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২৮ বস্তা টাকা, চলছে গণনা
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১১:৪৯ পূর্বাহ্ন, ১৭ই আগস্ট ২০২৪

কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ৯টি লোহার দানবাক্স খুলে ২৮ বস্তা টাকা পাওয়া গেছে।
৩ মাস ২৬ দিন পর শনিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৮টায় এ দানবাক্সগুলো খোলা হয়েছে। এখন চলছে গণনার কাজ। গণনায় অংশ নিয়েছেন প্রায় ৩৫০ জনের একটি দল।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: কিশোরগঞ্জে রিকশাচালককে হত্যার দায়ে চারজনের মৃত্যুদণ্ড
তিনি বলেন, এবার আমরা ৩ মাস ২৭ দিন পর দানবাক্স খুলে এবার রেকর্ড ২৮ বস্তা টাকা পাওয়া যায়। ব্যাংক কর্মকর্তা ও মাদরাসার ছাত্ররা টাকা গণনার কাজ করছেন।
আরও পড়ুন: টাঙ্গাইলে মাদ্রাসা ছাত্রীর প্রেমের টানে ছুটে এলো কিশোরগঞ্জের মাদ্রাসা ছাত্রী
উল্লেখ্য, এর আগে ২০ এপ্রিল পাগলা মসজিদের ৯টি দানবাক্স খোলা হয়েছিল। তখন রেকর্ড ৭ কোটি ৭৮ লাখ ৬৭ হাজার ৫৩৭ টাকা পাওয়া যায়। যা অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছিল।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

মির্জাপুরে রাস্তা বন্ধ করে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের প্রাচীর নির্মাণ,রাস্তার দাবিতে মানববন্ধন

স্ত্রীকে গলা কেটে হত্যার পর শ্বশুরকে খবর

টাঙ্গাইলের শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলেন মির্জাপুর থানার মোশারফ হোসেন

শ্রীপুরে ট্রাকের সঙ্গে সিএনজির ধাক্কায় ধান কাটা শ্রমিক নিহত
