সাংবাদিকদের ১৫ সেকেন্ডে ফিনিশ করার হুমকি সমন্বয়ক রাফির


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:২৭ অপরাহ্ন, ১৮ই আগস্ট ২০২৪


সাংবাদিকদের ১৫ সেকেন্ডে ফিনিশ করার হুমকি সমন্বয়ক রাফির
ছবি: ভিডিও থেকে নেওয়া

সাংবাদিকদের মাত্র ১৫ সেকেন্ডে ফিনিশ করে দেওয়ার হুমকি দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক তালাত মাহমুদ রাফি।


শনিবার (১৭ আগস্ট)  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক সমন্বয়ক ও চার সহসমন্বয়কের পদত্যাগের সংবাদ প্রকাশের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এই হুমকি দেন বলে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে। 


এরই মধ্যে গণমাধ্যমকর্মীদের হুমকি দিয়ে রাফি যে বক্তব্য দিয়েছেন তাও ছড়িয়ে পড়েছে  সোশ্যাল মিডিয়ায়। 


আরও পড়ুন: নোবিপ্রবিতে উপাচার্য, উপ-উপাচার্য পদত্যাগের দাবিতে আমরণ অনশনের হুশিয়ারি


সাংবাদিকের হুমকি দিয়ে মাহমুদ রাফি বলেন, “আমরা হুঁশিয়ারি করে বলবো, অতিরঞ্জিত করার চেষ্টা যদি আপনারা করেন, আপনারা কিন্তু আমাদের কাছে কেউ না। ১৫ সেকেন্ডও লাগবে না। যখন সাংবাদিক ছিলো না, শুধু কয়েকটা মিডিয়া আমাদের সংবাদ প্রচার করছিলো, তখন কিন্তু আন্দোলন চলেছে। এত এত খুন হয়েছে, এত এত কিছু হয়েছে, আন্দোলন কিন্তু চলেছে”। 


আরও পড়ুন: অজ্ঞাত স্থান থেকে ক্যাম্পাস খোলার নোটিশ, তিন সপ্তাহ ধরে অনুপস্থিত উপাচার্য


তিনি আরও বলেন, “আপনারা (সাংবাদিক) কিন্তু এটা ভাইবেন না যে, এইগুলা ছড়ায়ে আপনারা রেহাই পাবেন। আপনারাও কিন্তু রেহাই পাবেন না। একদম ১৫ সেকেন্ডে ফিনিশ করে দিবো।”


শুক্রবার (১৬ আগস্ট)  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চবির একজন সমন্বয়ক ও চার সহসমন্বয়ক সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন।


জেবি/এসবি