Logo

মহেশখালীতে পাহাড় ধসে নিহত ১

profile picture
জনবাণী ডেস্ক
২০ আগস্ট, ২০২৪, ০৩:৪৬
34Shares
মহেশখালীতে পাহাড় ধসে নিহত ১
ছবি: সংগৃহীত

শুধু মাত্র সকাল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত ৩ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ৩৫ মিলিমিটার

বিজ্ঞাপন

কক্সবাজারের মহেশখালীতে পাহাড় ধসে মাটি চাপায় আব্দুস শুক্কুর মনু (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে তার কন্যা মোস্তারি (২০)। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে চকরিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৯ আগষ্ট) সকাল ১০টায় মহেশখালী উপজেলার কালারমার ছড়ার ঝাপুয়ার বালাগুনিয়া পাড়ায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীকি মারমা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি জানান, ভারী বৃষ্টিতে সকালে হঠাৎ পাহাড় ধসে রান্না ঘরে মাটি চাপা পড়লে মনু নামে একজনের মৃত্যু হয় এবং তার মেয়ে মোস্তারি আহত হয়েছে।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ তোফায়েল আহমেদ জানিয়েছেন, সোমবার বেলা ১২ টা পর্যন্ত ২৪ ঘন্টায় কক্সবাজারে ১৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শুধু মাত্র সকাল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত ৩ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ৩৫ মিলিমিটার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি জানান, বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে একই এলাকায় লঘুচাপ আকারে অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরী অব্যাহত রয়েছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর-দিয়ে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর পুনঃ ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD