Logo

চেচনিয়ায় পবিত্র কোরআনে চুম্বন পুতিনের

profile picture
জনবাণী ডেস্ক
২২ আগস্ট, ২০২৪, ২১:৫৭
58Shares
চেচনিয়ায় পবিত্র কোরআনে চুম্বন পুতিনের
ছবি: সংগৃহীত

এরপর রমজান কাদিরভ এবং সালাহ মেঝিয়েভ কোরআনকে জড়িয়ে ধরে ছবি তোলেন

বিজ্ঞাপন

চেচনিয়ায় হঠাৎ সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে চেচনিয়ার সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুতি দেখতেই পুতিনের এই ঝটিকা সফর বলে জানা গেছে। মুসলিম অধ্যুষিত চেচনিয়া রাশিয়ারই একটি অংশ।

পূর্বঘোষণা ছাড়াই দীর্ঘ ১৩ বছর পর মঙ্গলবার (২০ আগস্ট) চেচনিয়ায় পা রাখেন পুতিন। সফরের সময়ে রুশ প্রেসিডেন্ট চেচেন প্রজাতন্ত্রের রাজধানী গ্রোজনির একটি মসজিদে পবিত্র কোরআনের একটি কপিতে চুম্বন করেন। এ সময় চেচেন নেতা রমজান কাদিরভও তার সঙ্গে ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কোরআনের এ কপিটি মূলত স্বর্ণখচিত। এটি দেখার পর রাশিয়ার প্রেসিডেন্ট এতে চুম্বন করেন। এরপর রমজান কাদিরভ এবং সালাহ মেঝিয়েভ কোরআনকে জড়িয়ে ধরে ছবি তোলেন। মুফতি সালাহ মেঝিয়েভ হলেন মুসলিম-অধ্যুষিত চেচনিয়ার সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং চেচেন প্রজাতন্ত্রের মুসলমানদের আধ্যাত্মিক প্রশাসনের চেয়ারপারসন।

বিজ্ঞাপন

এছাড়া পুতিন রাশিয়ান স্পেশাল ফোর্সেস ইউনিভার্সিটি প্রাঙ্গণে সেনাদের সাথে কথা বলেছেন। পুতিন সেখানে বলেন, “যত দিন পর্যন্ত আমাদের কাছে আপনাদের মতো মানুষ আছে, আমরা অবশ্যই, অবশ্যই অজেয়।”

বিজ্ঞাপন

এর আগেও কোরআনের প্রতি পুতিনের ভালোবাসা দেখেছিল বিশ্ব। সুইডেনে কোরআন পোড়ানোর অনুমতি দেওয়ার পর গেল বছরের জুন মাসে রাশিয়ার একটি মসজিদের সামনে পবিত্র কোরআন বুকে নিয়ে পুতিন বলছিলেন, এর অবমাননা অপরাধ।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD