Logo

ভারতে বিক্ষোভ ঠেকাতে ইন্টারনেট সেবা বন্ধ

profile picture
জনবাণী ডেস্ক
২৩ আগস্ট, ২০২৪, ২৪:০৩
183Shares
ভারতে বিক্ষোভ ঠেকাতে  ইন্টারনেট সেবা বন্ধ
ছবি: সংগৃহীত

গতকাল বুধবার (২১ আগস্ট) দ্বিতীয় দিনের মতো বলদাপুরে ব্যাপক বিক্ষোভ হয়েছে।

বিজ্ঞাপন

মুম্বাইয়ের বলদাপুর শহরে ৪ বছর বয়সি দুই শিশু শিক্ষার্থীকে যৌন নিগ্রহের ঘটনায় উত্তাল ভারত। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গে আরজি কর মেডিকেল কলেজে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় ব্যাপক বিক্ষোভ চলছে। 

এসব ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি বেগতিক দেখে শেষ পর্যন্ত বলদাপুরে ইন্টারনেট সেবা ও স্কুল বন্ধ রেখেছে রাজ্য কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা রয়টার্স জানায়,  গতকাল বুধবার (২১ আগস্ট) দ্বিতীয় দিনের মতো বলদাপুরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। 

বিজ্ঞাপন

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, দুই শিশু শিক্ষার্থীকে হয়রানির অভিযোগে ইতোমধ্যে স্কুলের এক পরিচ্ছন্নতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষ এ ঘটনায় স্কুলের অধ্যক্ষ ও তিনজন স্টাফকে বরখাস্ত করেছে। 

বিজ্ঞাপন

এদিকে, অপরাধীদের শাস্তির দাবিতে বিক্ষোভকারীরা গত মঙ্গলবার (২০ আগস্ট) থানে জেলার বলদাপুর রেলওয়ে স্টেশনে কয়েক ঘণ্টা রেললাইন অবরুদ্ধ করে রাখেন। পরে স্থানীয় পুলিশ লাঠিপেটা করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এ সময় বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করলে অন্তত ১৭ জন পুলিশ এবং আটজন রেল পুলিশ আহত হন।  

বিজ্ঞাপন

এর পরে সহিংসতার সঙ্গে জড়িত সন্দেহে ৭২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মামলাও হয়েছে। পরিস্থিতি সামলাতে শহরে আইনশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

মহরাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানায়, মামলার বিচার হবে দ্রুত বিচার আদালতে। এছাড়া চলমান বিক্ষোভকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD