ঝিনাইদহে দুর্নীতি ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার বিক্ষোভ


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৩৬ অপরাহ্ন, ২২শে আগস্ট ২০২৪


ঝিনাইদহে দুর্নীতি ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার বিক্ষোভ
ছবি: প্রতিনিধি

ভারতীয় আগ্রাসন ও সকল দপ্তরে অনিয়ম-দুর্নীতি বন্ধের দাবীতে বিরুদ্ধে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 


আরও পড়ুন: ভুয়া নার্স বিতারিতসহ ১১ দফা দাবীতে ঝিনাইদহে মানববন্ধ, সিএস অফিস ঘেরাও


বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে শহরের পায়রা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহর প্রদক্ষিন করে ছাত্র জনতার প্রতিনিধিরা জেলা রেজিষ্ট্রি অফিসের দুর্নীতি বিরোধী প্রচারণা শুরু করেন। সেসময় সমন্বয়ক আবু হুরায়রা, সাইদুর রহমান, এলমা খাতুনসহ অন্যারাও বক্তব্য রাখেন।


প্রতিবেশি পরিচয়ে ভারত পানি আগ্রাসন, সীমান্তে বাংলাদেশী হত্যা ও বাংলাদেশে মধ্যে অস্থিরতা সৃষ্টি করে ফায়দা লুটছে অভিযোগ করে তাদের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহবান জানান। সেই সাথে ঝিনাইদহের পাসপোর্ট অফিস, শিক্ষা অফিস, জেলার সকল সাব-রেজিষ্ট্রি অফিস ও বিআরটিএ অফিসে ঘুষ দুর্নীতি বন্ধের আহবান জানান।


আরও পড়ুন: মহেশপুর সীমান্তে সাতক্ষীরা কারাগার থেকে পলাতক আসামি গ্রেফতার


পরে বিক্ষোভ মিছিল নিয়ে সদর সাব-রেজিস্টি অফিস যায় শিক্ষার্থীরা। সেখানে দুর্নীতি বন্ধে অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীদের সততার সাথে কাজ করার আহ্বান জানানোর পাশাপাশি বিভিন্ন দাবী তুলে ধরেন। দুর্নীতি বন্ধ না হলে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্মীরা কঠোর হতে বাধ্য হবে। 

এসডি/