Logo

কাউনিয়ায় ফুসফুসের ক্ষত রোগে আক্রান্ত ঐশীর বাঁচার আকুতি

profile picture
জনবাণী ডেস্ক
২৭ আগস্ট, ২০২৪, ০১:৫০
কাউনিয়ায় ফুসফুসের ক্ষত রোগে আক্রান্ত ঐশীর বাঁচার আকুতি
ছবি: সংগৃহীত

বর্তমানে ফুসফুসে ক্ষতের সৃষ্টি হয়েছে

বিজ্ঞাপন

ফুসফুসের ক্ষত রোগে আক্রান্ত ঐশী বাঁচার আকুতি জানিয়েছে। বিত্তবান মানুষের একটু সহযোগিতায় সুচিকিৎসা পেলে সে ফিরে পাবে নতুন জীবন। 

কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা মো. এনামুল হকের স্কুল পড়ুয়া কন্যা এলিনা আক্তার ঐশী প্রায় ৩ বছর পূর্বে ফুসফুসে ব্রণকাইটিস রোগে আক্রান্ত হয়। বর্তমানে ফুসফুসে ক্ষতের সৃষ্টি হয়েছে। সে এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের তত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। মেয়ের চিকিৎসার জন্য বাবা এ পর্যন্ত ২ টি ট্রাকটর (কাকরা গাড়ী) ও ৩০ শতক জমি বিক্রি করেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এখন সে অন্যর জমিতে বাড়ী করে আছে। মেয়ের চিকিৎসা করার মতো কোন টাকা পয়সা হাতে নেই তার। ২ টি মেয়ের মধ্যে ঐশী বড়। অন্যের গাড়ী চালিয়ে কোন রকম জীবিকা নির্বাহ করছে। ডাক্তার বলেছেন মেয়ের অপারেশন করাতে হবে এজন্য টাকা লাগবে প্রায় ৭-৮ লাখ টাকা। কিন্ত ঐশীর বাবা এত টাকা পাবে কোথায়। তাই মেয়ে কে বাঁচাতে বিত্তবান সকল মানুষের নিকট এ বিকাশ ০১৭৬৫০৪৪৬৮৪ নম্বরে সাহায্য কামনা করেছেন।

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD