Logo

বিশ্বকাপ দল ঘোষণা করল ভারত

profile picture
জনবাণী ডেস্ক
২৮ আগস্ট, ২০২৪, ০১:০৯
29Shares
বিশ্বকাপ দল ঘোষণা করল ভারত
ছবি: সংগৃহীত

এই বিশ্বচ্যাম্পিয়নশিপকে লক্ষ্য রেখে বেশ শক্তিশালী দল গঠন করেছে বিসিসিআই।

বিজ্ঞাপন

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। নেতৃত্বে থাকছেন যথারীতি হারমানপ্রীত কৌর। এ ছাড়া সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা।

বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসছে সংযুক্ত আরব আমিরাতে। আগামী ৩-২০ অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টটি সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

২০২০ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত, সেবার যদিও তারা ফাইনালে হেরে যায়। সর্বশেষ আসরে ভালো খেললেও ফাইনালে পৌঁছাতে পারেননি হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানারা। এবার দুবাইতে বসছে আসর। নারীদের এই বিশ্বচ্যাম্পিয়নশিপকে লক্ষ্য রেখে বেশ শক্তিশালী দল গঠন করেছে বিসিসিআই। 

ভারতের স্কোয়াড

বিজ্ঞাপন

হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, শেফালি বার্মা, দীপ্তি শর্মা, রিচা ঘোষ, জেমিমা রদ্রিগেজ, স্বাস্তিকা ভাটিয়া, পুজা বস্ত্রাকার, অরুন্ধতি রেড্ডি, দায়ালান হেমলাথা, আশা শোভানা, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাটিল, সঞ্জনা সঞ্জীবন।

এ ছাড়া রিজার্ভে রাখা হয়েছে তিন ক্রিকেটারকে। তারা হলেন তনুজ কানোয়ার, উমা ছেত্রী এবং সাইমা ঠাকুর। 

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD