Logo

ড. ইউনূসের সঙ্গে এরদোগানের ফোনালাপ

profile picture
জনবাণী ডেস্ক
২৮ আগস্ট, ২০২৪, ২১:৩৬
39Shares
ড. ইউনূসের সঙ্গে এরদোগানের ফোনালাপ
ছবি: সংগৃহীত

আহ্বান জানিয়ে বলেন, “বাংলাদেশে উৎপাদনসহ প্রধান সেক্টরগুলোতে তুরস্কের বিনিয়োগ প্রয়োজন।”

বিজ্ঞাপন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

মঙ্গলবার (২৭ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়। ড. ইউনূসের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্টের টেলিফোন আলাপে বিনিয়োগ-বাণিজ্য, সহযোগিতা, বাংলাদেশের বন্যা পরিস্থিতি, তুরস্কের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দলের বাংলাদেশে আসাসহ বিভিন্ন বিষয় আলোচনা হয়। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আলোচনার সময় প্রেসিডেন্ট এরদোগান বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বন্যায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন। তিনি বলেন, “বন্যাদুর্গতদের তুরস্ক মানবিক সহায়তা দেবে।” ড. ইউনূস তার্কিশ প্রেসিডেন্টকে ধন্যবাদ দেন। এরদোগান ২০০৬ সালে শান্তিতে নোবেল পাওয়া ড. মুহাম্মদ ইউনূসের দীর্ঘদিনের বন্ধু। তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোগান এবং মুহাম্মদ ইউনূস একটি উচ্চ-প্রোফাইল জাতিসংঘের জিরো-ওয়েস্ট ফোরামেরও সদস্য। ড. ইউনূস প্রভাবশালী বিশ্ব শক্তি তুরস্ককে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, “বাংলাদেশে উৎপাদনসহ প্রধান সেক্টরগুলোতে তুরস্কের বিনিয়োগ প্রয়োজন।”

বিজ্ঞাপন

এসময় প্রেসিডেন্ট এরদোগান বলেন, বাংলাদেশের পুনর্গঠনে সহায়তার জন্য তুরস্ক শিগগিরই একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাঠাবে। ড. ইউনূসকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট এরদোগান। ড. ইউনূস আমন্ত্রণ গ্রহণ করে বলেন, সুবিধাজনক সময়ে তিনি তুরস্ক সফর করবেন। প্রধান উপদেষ্টাও প্রেসিডেন্ট এরদোগানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। প্রেসিডেন্ট এরদোগান আমন্ত্রণ গ্রহণ করেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD