Logo

আনসার সদস্যের মৃত্যুতে মহাপরিচালকের আর্থিক সহায়তা প্রদান

profile picture
জনবাণী ডেস্ক
২৯ আগস্ট, ২০২৪, ০৪:৫৭
35Shares
আনসার সদস্যের মৃত্যুতে মহাপরিচালকের আর্থিক সহায়তা প্রদান
ছবি: সংগৃহীত

তিনি পাওয়ার স্টেশন কোম্পানি, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ায় অঙ্গীভূত আনসার হিসেবে কর্মরত ছিলেন

বিজ্ঞাপন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্য ওয়াহিদের রহমান (২৪) ফেনীর ফুলগাজী উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে পানিতে ডুবে মৃত্যু বরণ করেন।

বুধবার (২৮ আগস্ট) আনসার-ভিডিপি সদর দপ্তরে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা চেক হস্তান্তর করেন ও সমবেদনা জ্ঞাপন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহত আনসার সদস্য ওয়াহিদের রহমান (২৪)’র বাড়ি ফেনী জেলার ফুলগাজী উপজেলায়। তার পিতার নাম বেলাল হোসেন।তিনি পাওয়ার স্টেশন কোম্পানি, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ায় অঙ্গীভূত আনসার হিসেবে কর্মরত ছিলেন। 

মঙ্গলবার (২০ আগস্ট) নিজ বাড়ি ফেনীতে ছুটিতে যেয়ে তিনি বন্যাদুর্গতদের সহায়তায় কাজ করছিলেন। শনিবার (২৪ আগস্ট) এলাকার স্বেচ্ছাসেবীদের সাথে যুক্ত হয়ে নৌকায় করে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি নৌকা থেকে পড়ে যান এবং প্রবল স্রোতের কারণে পানিতে তলিয়ে যান। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তার সহযোগীরা তাকে উদ্ধার করতে ব্যর্থ হন। একদিন পর স্থানীয়রা তার লাশ খুঁজে পেয়ে পরিবারকে হস্তান্তর করেন।আমরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD