বাগেরহাটে ইজিবাইক চালককে জবাই করে হত্যা, গ্রেফতার ২
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:১০ অপরাহ্ন, ৩১শে আগস্ট ২০২৪
বাগেরহাটের চিতলমারী উপজেলার সন্তোষপুর এলাকায় মো. আনোয়ার মোল্লা (৪০) নামে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আরও পড়ুন: বাগেরহাট নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষের পদত্যাগের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শনিবার (৩১ আগস্ট) সকালে চিতলমারী উপজেলার সন্তোষপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার রাতে আনোয়ার মোল্লাকে জবাই করে হত্যা করার পর তার ইজিবাইকটি ছিনতাই করা হয়।
এ ঘটনায় জড়িত জেলার কচুয়া উপজেলার গজালিয়া গ্রামের মো. আকরাম শেখের ছেলে সজীব শেখ (২১) ও পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বাকশি গ্রামের সুদেব মজুমদারের ছেলে সাগর মজুমদার (১৯) কে গ্রেফতার করে চিতলমারী থানা পুলিশ।
এসময় ইজিবাইকটিও উদ্ধার করা হয়। তবে ইজিবাইক ছিনতাই ছাড়া এ হত্যাকান্ডের পিছনে অন্য কোন কারন আছে কি না সেটি তদন্ত করছে পুলিশ। নিহত আনোয়ার মোল্লা বাগেরহাট সদর উপজেলার মাঝিডাংগা গ্রামের সলেমান মোল্লার ছেলে।
আরও পড়ুন: বাগেরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কর্মসূচি পালন
চিতলমারী থানা অফিসার ইনচার্জ স্বপন কুমার রায় জানান, ইজিবাইক চালক হত্যার ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধিন রয়েছে।
এসডি/