চলতি মাসে আবারও বন্যার আভাস


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৩১ পূর্বাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৪


চলতি মাসে আবারও বন্যার আভাস
ছবি: সংগৃহীত

সেপ্টেম্বর মাসেও দেশের কিছু কিছু অঞ্চলে বন্যা হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


দীর্ঘমেয়াদি এই পূর্বাভাসে বলা হয়েছে, সেপ্টেম্বরে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। তবে এর মধ্যেও এক থেকে দুটি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে।


আরও পড়ুন: জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু বাকৃবির শিক্ষা কার্যক্রম

ভারি বর্ষণ ও উজানের ঢলে বন্যার কবলে পড়ে দেশের উত্তর-পূর্বাঞ্চল। ঈদের উৎসবের আগে ও পরে দুই সপ্তাহ দুর্ভোগে কাটে সিলেট, সুনামগঞ্জসহ আশপাশের জেলার বাসিন্দাদের। সেসময় উত্তরাঞ্চলেও পানি বেড়ে নিম্নাঞ্চল তলিয়ে যায়।


উজানের ঢলে জুলাইয়ের শুরুতেও দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বন্যা দেখা দেয়। এর ফলে প্লাবিত হয় অনেক গ্রাম।


ভারত থেকে নেমে আসা তীব্র ঢলের কারণে গত ২০ আগস্ট থেকে দেশের দক্ষিণ ও উত্তর পূর্বাংশের ১১ জেলায় বন্যা দেখা দেয়।


রবিবার (১ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুই-তিন দিন মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। এ ছাড়া সারা দেশে তিন-পাঁচ দিন হালকা বজ্রঝড় হতে পারে।


আরও পড়ুন: বন্যাদুর্গত এলাকায় ত্রাণ নিয়ে গবাদিপশুর পাশে বাকৃবি শিক্ষার্থীরা


এ মাসে এক থেকে দুটি মৃদু তাপপ্রবাহ (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে। সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি থাকতে পারে।


এছাড়াও ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু জায়গায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।


আরএক্স/