রাবির অধ্যাপক ড. মোসতাককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৪


রাবির অধ্যাপক ড. মোসতাককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি
ছবি: প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মোসতাক আহমেদকে সকল একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 


সোমবার (২ সেপ্টেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন বকুল (সাজ্জাদ বকুল)।


আরও পড়ুন: ছাত্র বিষয়ক বিভাগের সাথে বাকৃবি প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ


তিনি বলেন, আজকের মিটিং এ শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে, প্রশাসনিক সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত সর্বসম্মতিক্রমে তাকে একাডেমিক সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 


চাকরিচ্যুত বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, চাকরিচ্যুত বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না এটা প্রশাসনিক সিদ্ধান্তের বিষয়। শিক্ষার্থীরা সেখানে অভিযোগপত্র দায়ের করেছে, সে বিষয়ে প্রশাসন সিদ্ধান্ত নিবে।


আরও পড়ুন: ৮ সেপ্টেম্বর থেকে নোবিপ্রবির ক্লাস পরিক্ষা সশরীরে 


এর আগে রবিবার (১ সেপ্টেম্বর) তার বিরুদ্ধে যৌন হয়রানি, অর্থ কেলেঙ্কারি, একাডেমিক পরিসরে দুর্নীতি ও গণহত্যায় সমর্থনসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে তার পদত্যাগের দাবিতে রেজিস্ট্রার বরাবর অভিযোগপত্র জমা দেয় বিভাগের স্নাতক পর্যায়ের সকল শিক্ষার্থীরা। 


তারপর বিভাগের সামনে তাকে অপসারণের দাবিতে একটা ব্যানার টানানো হয় এবং মোসতাকের ব্যক্তিগত চেম্বারে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। 


এমএল/