Logo

টাইগারদের বিপক্ষে পাকিস্তানের হারের কারণ ব্যাখ্যা করলেন রশিদ

profile picture
জনবাণী ডেস্ক
৫ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:০৪
88Shares
টাইগারদের বিপক্ষে পাকিস্তানের হারের কারণ ব্যাখ্যা করলেন রশিদ
ছবি: সংগৃহীত

স্বাগতিকদের এমন ভরাডুবিতে বেশ হতাশ দেশটির সাবেক ক্রিকেটার রশিদ লতিফ

বিজ্ঞাপন

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে নিজেদের মাঠে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। স্বাগতিকদের এমন ভরাডুবিতে বেশ হতাশ দেশটির সাবেক ক্রিকেটার রশিদ লতিফ। তার মতে দলের এমন ব্যর্থতার দায়ভার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নীতি নির্ধারকদেরও নিতে হবে। 

গত ৪ বছরে পিসিবির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন, রমিজ রাজা, নাজাম শেঠি, জাকা আশরাফ এবং মহসিন নাকভি (বর্তমান চেয়ারম্যান)। পাকিস্তানের জাতীয় দলের এই ব্যর্থতার দায়ভার তাদের সবাইকেই দিচ্ছেন রশিদ লতিফ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রশিদের মূল ক্ষোভ বাবর আজমকে টেস্ট অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া নিয়ে। তিনি মনে করেন এই কারণে পাকিস্তান দলে বিভাজন সৃষ্টি হয়েছে। এ ছাড়াও নতুন টেস্ট অধিনায়ক শান মাসুদের পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।

রশিদ বলেন, 'গত চার বছর যে-ই পাকিস্তান ক্রিকেটের চেয়ারম্যান হয়েছে, সে-ই এটা নষ্ট করেছে। শান মাসুদকে টেস্ট অধিনায়ক কে বানিয়েছে? বাবর আজমকে কে বাদ দিয়েছে? দল বানানো কার কাজ? জাকা আশরাফের? নাকি মিসবাহ'র?'

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, 'আশরাফ যখন সবকিছু করছিল, দল সাজাচ্ছিল বা অধিনায়ক বানাচ্ছিল? আপনি জোর দিয়ে বাবরকে অবসর নেয়ালেন সেখান থেকে। দলের পতন শুরু হয়েছে। শানকে আপনিই দলনেতা বানিয়েছেন আপনার লাভের জন্য, দলে অনেক বিভাজন সৃষ্টি হয়েছে। পুরো ক্ষমতাই একজন চেয়ারম্যানের হস্তগত, যে কিনা ক্রিকেট নিয়ে কিছুই জানে না।'

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD