Logo

অরুণা বিশ্বাসকে ‘অমানুষ’ বললেন মাহিয়া মাহি

profile picture
জনবাণী ডেস্ক
৬ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:০৮
83Shares
অরুণা বিশ্বাসকে ‘অমানুষ’ বললেন মাহিয়া মাহি
ছবি: সংগৃহীত

এবার বিষয়টি নিয়ে সরব হলেন ঢাকাই ছবির অভিনেত্রী মাহিয়া মাহি।

বিজ্ঞাপন

আওয়ামীপন্থী শোবিজ তারকাদের “আলো আসবেই” গ্রুপের স্ক্রিনশট ফাঁসে উত্তাল নেটমাধ্যম। ছাত্র আন্দোলনের শুরু হওয়ার পর থেকেই ওই গ্রুপে শিক্ষার্থীদের বিপক্ষে নানান বিষয় নিয়ে চলত কথোপকথন। গ্রুপের একটিভ সদস্যদের মধ্যে অন্যতম অভিনেত্রী অরুণা বিশ্বাস। যিনি আন্দোলনরত ছাত্রদের ওপর গরম পানি ঢেলে দেওয়ার মতো কথা বলেছেন। সেসব কথার স্ক্রিনশট সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই ক্ষোভে ফেটে পড়ছেন মানুষজন। এবার বিষয়টি নিয়ে সরব হলেন ঢাকাই ছবির অভিনেত্রী মাহিয়া মাহি।

বিজ্ঞাপন


শুধু তাই নয়, শিক্ষার্থীদের ওপর ‘গরম পানি ঢালা’র পরামর্শ দেওয়ায় অরুণা বিশ্বাসকে ‘অমানুষ’ বলেও সম্বোধন করেন মাহিয়া মাহি। গেল ৪ সেপ্টেম্বর নিজের ফেসবুকে ফাঁস হওয়া স্ক্রিনশটের একটি ছবি শেয়ার করে পোস্ট দেন তিনি। সেখানে রাগান্বিত ইমোজি দিয়ে অরুণাকে ‘অমানুষ’ বলেন এই নায়িকা।

বিজ্ঞাপন

গেল জুলাইয়ে আন্দোলন চলাকালে “আলো আসবেই” হোয়াটসঅ্যাপ গ্রুপে ছাত্রদের দমাতে নিজেদের বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন শোবিজ অঙ্গনের আওয়ামী লীগপন্থী কিছু অভিনয়শিল্পী ও সাংবাদিক।

বিজ্ঞাপন

যেখানে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির একটি তথ্যের উত্তর দেন আন্দোলনকারীদের গায়ে ‘গরম জল’ ঢেলে দেওয়ার পরামর্শ অরুণা। সম্প্রতি সেই গ্রুপের বাকি সদস্যেদের কথোপকথনের স্ক্রিনশট ফাঁস হওয়ায় যেখানে ভয়ংকর চিত্র উঠে আসে আওয়ামী লীগপন্থী তারকাদের, যা দেখে শিউরে ওঠেন সবাই।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, “আলো আসবেই” গ্রুপটির নেতৃত্বে ছিলেন ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও চিত্রনায়ক রিয়াজ। গ্রুপের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন, অভিনেত্রী শামীমা তুষ্টি, তানভীন সুইটি, সোহানা সাবা, অভিনেতা সাজু খাদেম, জামশেদ শামীম, সাংবাদিক লিমন আহমেদসহ আরও অনেকে।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD