শহীদদের স্মরণে পাবনার চাটমোহরে শহীদি মার্চ কর্মসূচি পালন


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৩৩ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৪


শহীদদের স্মরণে পাবনার চাটমোহরে শহীদি মার্চ কর্মসূচি পালন
ছবি: প্রতিনিধি

ছাত্র গণঅভ্যুত্থানের এক মাস পূ্র্ন হওয়ায় শহীদদের স্বরণে পাবনার চাটমোহরে শহিদী মার্চ কর্মসুচি পালন করা হয়েছে। 


ছাত্র গণঅভ্যুত্থানের একমাস পূর্ণ হওয়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) বেলা তিনটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র জনতার উদ্যোগে চাটমোহর উপজেলা পরিষদের সামনে থেকে একটি মিছিল বের করা হয়।


আরও পড়ুন:চাটমোহরে মাদকের আখড়া দাবি করে লালন চর্চা কেন্দ্রে তালা


মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা গেটে গিয়ে শেষ হয়।


পরে সেখানে অনুষ্ঠিত হয় দুর্নীতিবিরোধী মানববন্ধন কর্মসূচি। এ সময় বক্তব্য দেন ফয়সাল কবির, শেখ জাবের আল শিহাব, ওয়াহিদীল সরকার, আরিয়ান ইমরান, সাজেদুর রহমান সেজান, সাব্বির রহমান প্রমুখ।


আরও পড়ুন: শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রশ্নে যা বলল ভারত


বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি অবিলম্বে ছাত্র হত্যাকারী সন্ত্রাসীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।


আরএক্স/