সালমানের পাঁজরের দুটো হাড় ভেঙে গেছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৯ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৪
বেশ কিছুদিন ধরেই বলিউডের জোর গুঞ্জন শোনা গেছে সালমান খান অসুস্থ। বিষয়টি নিয়ে এতদিন চুপ ছিলেন তিনি। অবশেষে নীরবতা ভেঙে অসুস্থতার খবরটি স্বীকার করে অভিনেতা জানালেন, পাঁজরের হাড় ভেঙে গেছে তার।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, অসুস্থ থাকলেও ‘বিগ বস ১৮’-এর অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সালমান। সেখানেই পাঁজরের দুটো হাড় ভাঙার খবর প্রকাশ করেন এই অভিনেতা।
আরও পড়ুন: হঠাৎ কটাক্ষের শিকার নুসরাত জাহান
সালমানের পরবর্তী সিনেমা “সিকান্দার”। বর্তমানে মুম্বাইতে সিনেমাটির শুটিং চলছে। আর এই সিনেমার শুটিং করতে গিয়ে আঘাত পেয়েছেন তিনি। ‘সিকান্দার’ নির্মাণ করছেন পরিচালক এ আর মুরুগাদোস।
আরও পড়ুন: তারকাদের রাজনৈতিক পদে থাকা নিয়ে প্রশ্ন তুললেন সোহিনী সরকার
ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করছেন সালমান খান। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন রাশমিকা মান্দানা। মুম্বাইয়ের শুটিং শিডিউল শেষে পুরো টিম যাবে হায়দারাবাদে। এটি প্রযোজনা করবেন সাজিদ নাদিয়াদওয়ালা।
প্রসঙ্গত, নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্টের সামাজিকমাধ্যম ইনস্টাগ্রাম পেজে ‘সিকান্দার’ সিনেমার ঘোষণা দেওয়া হয়। ২০২৫ সালে ঈদে মুক্তি পাবে সিনেমাটি।
জেবি/এসবি