Logo

সদরঘাট টার্মিনাল পরিদর্শন করলেন নৌ উপদেষ্টা

profile picture
জনবাণী ডেস্ক
৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৩৯
26Shares
সদরঘাট টার্মিনাল পরিদর্শন করলেন নৌ উপদেষ্টা
ছবি: সংগৃহীত

নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ঢাকা নদী বন্দরের ঘাটের রাজস্ব বাড়াতে উদ্যোগী ভূমিকা রাখতে তাগিদ দেন

বিজ্ঞাপন

ঢাকা সদরঘাট টার্মিনাল পরিদর্শন করলেন নৌপরিবহন ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেন।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকালে নৌপরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন বিআইডব্লিউটিএ'র ঢাকা নদী বন্দরের সদরঘাট টার্মিনাল, টার্মিনাল কাউন্টার, লঞ্চ এর পন্টুন এবং ওয়াইজঘাট- সিমসনঘাটের খেয়াঘাট পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

এ সময় বন্দর কর্মকর্তা কবীর হোসেন ঢাকা নদী বন্দরের বিভিন্ন কার্যাবলীর সংক্ষিপ্ত পরিচিতি উপদেষ্টার ড. এম সাখাওয়াত হোসেনের  নিকট তুলে ধরেন। 

বিজ্ঞাপন

নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ঢাকা নদী বন্দরের ঘাটের রাজস্ব বাড়াতে উদ্যোগী ভূমিকা রাখতে তাগিদ দেন। এ বিষয়ে নৌপরিবহন উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর সাথে সমন্বয় করে দ্রুত রাজস্ব আদায় কার্যক্রম সচল করার উদ্যোগ গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন।

বিজ্ঞাপন

প্রতিটি ঘাট/পয়েন্টে সরকার নির্ধারিত রেট চার্ট দৃশ্যমান স্থানে স্থাপনের জন্যও নির্দেশনা দেন। এ প্রেক্ষিতে বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা আগামী ৭ দিনের মধ্যে রেট চার্ট স্থাপন করা হবে মর্মে জানান। 

বিজ্ঞাপন

ঢাকা নদী বন্দরের সার্বিক কার্যক্রম দেখে নৌপরিবহন উপদেষ্টা সন্তুোষ প্রকাশ করে বন্দরের প্রতিটি কর্মকর্তা কর্মচারীগণকে সততা ও দক্ষতার সাথে অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট থেকে নৌ-সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নিয়মাবলী কঠোরভাবে প্রয়োগ করতে এবং লঞ্চের  রুট পারমিট ও নিরাপত্তা নিশ্চিত করতে বিআইডব্লিউটিএ'কে কঠোর পদক্ষেপ দ্রুতভাবে গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

বিজ্ঞাপন

এ সময় বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা এবং ঢাকা নদী বন্দরের বন্দর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD