রাজেন্দ্রপুর স্টেশনে কমিউটার ট্রেন আটকে মানববন্ধন


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৪৯ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৪


রাজেন্দ্রপুর স্টেশনে কমিউটার ট্রেন আটকে মানববন্ধন
ছবি: প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ রেল সড়কে রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে ঢাকা ও ময়মনসিংহগামী সব ধরনের কমিউটার ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রবিবার (৮ সেপ্টেম্বর)  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় জনতা। 


আরও পড়ুন: শ্রীপুরে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের চালক নিহত


এ সময় জামালপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী জামালপুর কমিউটার ট্রেনটিকে আটকে দেয় মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় জনতা। বেলা সাড়ে ১০টায় দিকে রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি আটকে দেয়।


স্থানীয়রা বলেন রাজেন্দ্রপুর রেলওয়ে  স্টেশনে  কমিউটার ট্রেনের যাত্রা বিরতির জন্য দীর্ঘ দিন ধরে দাবি করে আসছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। তাই আজ আমরা স্থানীয়রা ঐক্যবদ্ধ ভাবে মানববন্ধন করছি। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে গুরুত্ব দিবেন।’


আরও পড়ুন: শ্রীপুরে স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেললো দ্বিতীয় স্ত্রী


রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশন মাস্টার আমিনুল ইসলাম বলেন, সকাল সাড়ে ১০টায় জামালপুর কমিউটার ট্রেনটি রাজেন্দ্রপুর স্টেশনে আসে। এরপর অবরোধকারীরা ট্রেনটি আটকিয়ে দেয়। আমরা ট্রেনটি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করলেও অবরোধকারীরা শুনছে না। তাদের দাবি যতক্ষণ পর্যন্ত এ বিষয়ে সঠিক কোনো আশ্বাস না পাবে, ততক্ষণ পর্যন্ত ট্রেন আটকিয়ে রাখবে।’


এসডি/