Logo

সদরপুরে বিদেশ-ফেরতদের নিয়ে কর্মশালা

profile picture
জনবাণী ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৪, ০২:২৬
33Shares
সদরপুরে বিদেশ-ফেরতদের নিয়ে কর্মশালা
ছবি: সংগৃহীত

মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

ফরিদপুরের সদরপুর উপজেলার সদরপুর ইউনিয়ন পরিষদে সদরপুরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৯সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে ইউপি সদস্য শাহাদাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কাজী জাফর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্র্যাক প্রশাসনিক কর্মকর্তা মশিউর রহমানসহ  কর্মকর্তা, খালিদ মোহাম্মদ সাইফুল্লাহ, ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর, মাইগ্রেশন প্রোগ্রাম, ফরিদপুর এমআরএসসি। সৈয়দ তানভীর ইসলাম, সেক্টর স্পেশালিষ্ট, মো. মামুনুর রশীদ, ফিল্ড অর্গানাইজার।

বিজ্ঞাপন

এছাড়া আরো অংশগ্রহণ করেন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ, স্থানীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ, বিদেশ ফেরত অভিবাসী প্রমূখ উপস্থিত থেকে মূল্যবান মতামত তুলে ধরেন। সংস্থাটি জানান, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে সদরপুর ইউনিয়ন পরিষদে সুজারল্যান্ডের আর্থিক সহযোগিতায় পরিচালিত রিইন্টিগ্রেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় এ কর্মশালা হয়। কর্মশালায় বিদেশফেরত অভিবাসীরা তাদের প্রবাস জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং কর্মশালায় চেয়ারম্যান মহোদয় ব্র্যাককে বিদেশ-ফেরত অভিবাসীদের তালিকা প্রেরণে সহায়তা করবেন বলে জানান। 

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD