Logo

প্রধান উপদেষ্টার সঙ্গে বৃহস্পতিবার ক্রিকেটারদের সাক্ষাৎ

profile picture
জনবাণী ডেস্ক
১২ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৫০
55Shares
প্রধান উপদেষ্টার সঙ্গে বৃহস্পতিবার ক্রিকেটারদের সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

পাকিস্তান থেকে ফিরলে বাংলাদেশ দলের ক্রিকেটারদের সংবর্ধনা দেবেন তিনি

বিজ্ঞাপন

দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। সিরিজ জয়ের পরই অধিনায়ক শান্তকে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস। সেই সময়ই বলা হয়েছিল, পাকিস্তান থেকে ফিরলে বাংলাদেশ দলের ক্রিকেটারদের সংবর্ধনা দেবেন তিনি। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে সাক্ষাৎ করবেন। 

বুধবার (১১ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে বিসিবির একাধিক সূত্র।

বিজ্ঞাপন

জানা গেছে, পাকিস্তান সিরিজের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে থাকবে নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এ ছাড়া থাকতে পারেন আরও দুইজন কর্মকর্তা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট জয়ের পর নাজমুল হোসেন শান্তকে ফোন করে প্রধান উপদেষ্টা বলেছিলেন, আমার ও সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত।

বিজ্ঞাপন

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট ম্যাচটিতে ১০ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ। আর দ্বিতীয় টেস্ট জিতেছিল ৬ উইকেটের ব্যবধানে। পাকিস্তানের বিপক্ষে এটাই টাইগারদের প্রথম টেস্ট সিরিজ জয়। আর পাকিস্তানের মাটিতে যেকোনও ফরম্যাটে এটি বাংলাদেশের প্রথম সিরিজ জয়।

বিজ্ঞাপন

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৭৪ রান করেছিল বাবর-রিজওয়ানরা। এরপর ব্যাটিংয়ে নেমে ২৬২ রানে অলআউট হয় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও বেশ সুবিধা করতে পারেননি স্বাগতিকরা। ১৭২ রানে অলআউট হলে ১৮৫ রানের সহজ লক্ষ্য পায় বাংলাদেশ দল। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেই টাইগাররা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, রবিবার (১৫ সেপ্টেম্বর) ভারতে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD