Logo

বিসিবি থেকে পদত্যাগ করলেন খালেদ মাহমুদ সুজন

profile picture
জনবাণী ডেস্ক
১২ সেপ্টেম্বর, ২০২৪, ০১:৫৩
62Shares
বিসিবি থেকে পদত্যাগ করলেন  খালেদ মাহমুদ সুজন
ছবি: সংগৃহীত

লাদেশ ক্রিকেটের প্রভাবশালী কর্মকর্তা হিসেবেই বিসিবিতে ছিলেন সুজন।

বিজ্ঞাপন

পদত্যাগ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক খালেদ মাহমুদ সুজন। 

বুধবার (১১ সেপ্টেম্বর) এই সাবেক অধিনায়ক পদত্যাগ করেন।

বিজ্ঞাপন

দীর্ঘদিন থেকে বিসিবির পরিচালকের দাতিয়ত্ব পালন করেছেন সুজন। ছিলেন গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধানও। এছাড়াও কাজ করেছেন নানা গুরুত্বপূর্ণ ভূমিকায়। ক্রিকেট অপারেশন্স কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করতে দেখা গেছে তাকে।

বিজ্ঞাপন

জানা গেছে,  বাংলাদেশ ক্রিকেটের প্রভাবশালী কর্মকর্তা হিসেবেই বিসিবিতে ছিলেন সুজন। বিদায়ী সভাপতি নাজমুল হাসান পাপনের ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত ছিলেন তিনি। ফলে বোর্ডের দায়িত্বে থেকেও নানান সময় বাহিরে কাজ কর‍তে দেখা গেছে তাকে।

বিজ্ঞাপন

কখনো টিম ডিরেক্টর, অন্তর্বর্তীকালীন কোচ, টিম ম্যানেজারের দায়িত্বেও ছিলেন  তিনি। দায়িত্ব পালন করেছেন বিভিন্ন ক্লাবের কোচ হিসেবেও। বিপিএলেও বিভিন্ন দলের কোচ হিসেবেও দেখা গেছে তাকে।

বিজ্ঞাপন

 বাংলাদেশ ক্রিকেট বোর্ডের  সাবেক প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন পদত্যাগ করার পর বিসিবির পরিচালকদের পদত্যাগের হিড়িক পড়ে। জালাল ইউনুস, শফিউল আলম চৌধুরী নাদেল এবং নাইমুর রহমান দূর্জয়ের পর এবার ওই তালিকায় নাম লেখালেন সুজনও।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD