সুপার টাইফুন ইয়াগির আঘাতে ভিয়েতনামে ১৭৯ জনের প্রাণহানি


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:৫৪ পূর্বাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৪


সুপার টাইফুন ইয়াগির আঘাতে ভিয়েতনামে ১৭৯ জনের প্রাণহানি
ছবি: সংগৃহীত

সুপার টাইফুন ঘূর্ণিঝড় ইয়াগির আঘাতে ভিয়েতনামের বিভিন্ন অঞ্চলে এখন পর্যন্ত ১৭৯ জনের প্রাণহানি হয়েছে বলে খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন আরও ৭ শতাধিক মানুষ। এদিকে, ঘূর্ণিঝড় পরবর্তী প্রবল বর্ষণে রেড রিভারের পানি রেকর্ড পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বন্যায় তলিয়ে গেছে রাজধানী হ্যানয়ের অধিকাংশ এলাকা।


বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) জিনহুয়া নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এসব তথ্য জানায়। 


আরও পড়ুন: সরকারবিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্র জড়িত থাকা নিয়ে যা বলল ওয়াশিংটন


প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত দেশটিতে এখনও নিখোঁজ আছেন ১৪৫ জন নাগরিক। গেল ২৪ ঘণ্টায় বিরতিহীন বৃষ্টিপাতে প্রতিটি নদী ও জলাশয়ে বেড়েছে পানির স্তর। এ অবস্থায় কয়েকটি প্রদেশে বন্যার সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ।


আরও পড়ুন: পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়ানোর ঘোষণা কিমের


গেল  শনিবার ঘণ্টায় ২০৩ কিলোমিটার বেগে ভিয়েতনামের উত্তর-পূর্ব উপকূলে আছড়ে পড়ে টাইফুনটি। এতে করে রাজধানী হ্যানয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ভবন। ভেঙে পড়েছে গাছ ও বৈদ্যুতিক খুঁটি। ফলে বেশ কিছু এলাকায় ব্যাহত হয়েছে বিদ্যুৎ সরবরাহ ও টেলিযোগাযোগ ব্যবস্থা।


এখন পর্যন্ত ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে ১২ মিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভিয়েতনাম সরকার।


জেবি/এসবি