ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দার ৪দিন রিমান্ডে


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৮:৩৯ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৪


ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দার ৪দিন রিমান্ডে
ছবি: প্রতিনিধি

ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দারকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। 


আরও পড়ুন: ঝিনাইদহে দুর্নীতি ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার বিক্ষোভ


শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভোরের দিকে শহরের আরাপপুর জামতলাস্থ নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব জানায়, ঝিনাইদহ জেলা বিএনপির দলীয় কার্যালয় ও জেলা বিএনপির সভাপতি বাড়িতে অগ্নিসংযোগসহ নাশকতার দুই মামলার প্রধান আসামী নায়েব আলী জোয়ার্দার আরাপপুর এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব ও সেনাবাহিনী যৌথ অভিযান চালায়। সে সময় তার নিজ বাড়ি থেকে নায়েব আলী জোয়ার্দারকে গ্রেফতার করা হয়। রাতে ওই দুই মামলায় গ্রেফতার দেখিয়ে সদর থানায় সোপর্দ করা হয়।


শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করার পর পুলিশ দশ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন ।


আরও পড়ুন: ভুয়া নার্স বিতারিতসহ ১১ দফা দাবীতে ঝিনাইদহে মানববন্ধ, সিএস অফিস ঘেরাও


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। চলতি বছরের ৬ মার্চ ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে আসনটি শূন্য হয়। এরপর ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে গত ১৮ মে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন নায়েব আলী। 


এসডি/