হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি মাহমুদুর রহমান মান্না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১২ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৪
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বুকে ব্যথা নিয়ে মধ্যরাতে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (২১ সেপ্টেম্বর) দিনগত মধ্যরাত থেকে তিনি রাজধানীর পিজি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন।
তার ব্যক্তিগত চিকিৎসক ডা. শোয়েব মুহাম্মদ জানান, মান্না হার্ট অ্যাটাক করেছেন এবং ৭২ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত শঙ্কামুক্ত নন।
আরও পড়ুন: আওয়ামী লীগ আর দাঁড়াতে পারবে না: জয়নুল আবেদীন
মাহমুদুর রহমান মান্নার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক সজীব।
এদিকে, গেল ২ সেপ্টেম্বর নাগরিক ঐক্য নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে, যার প্রতীক কেটলি।
আরও পড়ুন: বাসায় ফিরলেও এখনো সুস্থ নন খালেদা জিয়া: ফখরুল
প্রসঙ্গত, ২০১৫ সালে শেখ হাসিনা সরকারের শাসনামলে মাহমুদুর রহমান মান্নাকে প্রথমে গুম করে পরে গ্রেফতার দেখানো হয়। সেসময় তিনি মিথ্যা মামলায় দুই বছর কারাভোগ করেন। কারাগারে থাকা অবস্থায় হার্ট অ্যাটাক করলে মান্নাকে হাসপাতালে পাঠানো হয়। সেসময় তার হার্টে একাধিক ব্লক ধরা পড়ে।
অভিযোগ রয়েছে, সেসময় সরকার মান্নাকে চিকিৎসার সুযোগ না দিয়ে হাসপাতাল থেকে কারাগারে পাঠায়। কারামুক্ত হওয়ার পরও তার পাসপোর্ট আটকে রাখা হয়। ফলে তিনি বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা নিতে পারেননি।
জেবি/এসবি