আওয়ামী লীগ আর দাঁড়াতে পারবে না: জয়নুল আবেদীন

তারা বিভিন্নভাবে চক্রান্তের চেষ্টা করতে পারে। তারা কীভাবে এখনও সেই দায়িত্বগুলোতে থাকে
বিজ্ঞাপন
দেশে আওয়ামী লীগ আর দাঁড়াতে পারবে না বলে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেছেন, “যারা এ দেশের ছাত্রজনতাকে হত্যা করেছে, যারা বাংলাদেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে, তারা এ দেশ থেকে পালিয়ে গেছে। আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক তারাই দেশ থেকে পালিয়ে গেছে। অথচ তারা সামাজিক মাধ্যমগুলোতে বিভিন্ন হুংকার ছাড়ছে। এ দেশে আওয়ামী লীগ আর দাঁড়াতে পারবে না। এ দেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে দাঁড়াবে সে শক্তিটুকু আওয়ামী লীগের নেই।”
শনিবার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘প্রতিবাদ’ নামে একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
জয়নুল আবেদীন ফারুক বলেন, “আওয়ামী লীগের দোসর সচিব ও কিছু কর্মকর্তারা এখনও দায়িত্বে আছে, তারা বিভিন্নভাবে চক্রান্তের চেষ্টা করতে পারে। তারা কীভাবে এখনও সেই দায়িত্বগুলোতে থাকে?”
বিজ্ঞাপন
এসময় সংগঠনের সভাপতি ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কর্মজীবী দলের সভাপতি আলতাফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বিজ্ঞাপন
জেবি/এসবি