দীর্ঘ অনশনের পর নিবন্ধন পাচ্ছে তারেক রহমানের ‘আমজনতার দল’

টানা ১২৫ ঘণ্টার আমরণ অনশন ও দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নির্বাচন কমিশনের অনুমোদন পেতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল ‘আমজনতার দল’। একইসঙ্গে নিবন্ধন পাচ্ছে ‘জনতার দল’ নামের আরেকটি রাজনৈতিক সংগঠন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ নিশ্চিত করেন যে, পুনর্বিবেচনার পর এই দুটি দলকে নিবন্ধনের জন্য চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইসি সূত্র জানায়, প্রাথমিক যাচাই-বাছাইয়ের পর নিবন্ধনের তালিকায় স্থান না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান।
বিজ্ঞাপন
তিনি দাবি করেন, সব শর্ত পূরণ করেও রাজনৈতিক কারণে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। এই অভিযোগের পর গত ৪ নভেম্বর থেকে নির্বাচন ভবনের সামনে তিনি আমরণ অনশনে বসেন। শীত ও শারীরিক অসুস্থতা সত্ত্বেও ১২৫ ঘণ্টা অনশন চালিয়ে যান তিনি।
অনশনের সময় তার শারীরিক অবস্থা উদ্বেগজনক হয়ে উঠলে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সুশীল সমাজ ইসিকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।
বিজ্ঞাপন
একপর্যায়ে ইসি জরুরি বৈঠকে কয়েকটি দলের আবেদন পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেয়। সেই পুনর্বিবেচনার ফলেই নবগঠিত ‘আমজনতার দল’ এবং ‘জনতার দল’ নিবন্ধনের পথে এগোলো।








