Logo

বিএনপি ক্ষমতায় এলে সবাইকে দেওয়া হবে স্বাস্থ্যকার্ড: সালাহউদ্দিন

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
৪ ডিসেম্বর, ২০২৫, ১৫:৩১
25Shares
বিএনপি ক্ষমতায় এলে সবাইকে দেওয়া হবে স্বাস্থ্যকার্ড: সালাহউদ্দিন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের সব নাগরিককে স্বাস্থ্যসেবা প্রদানে স্বাস্থ্যকার্ড দেওয়া হবে। সবার জন্য স্বাস্থ্যসেবা আমাদের নীতি। কোনো মানুষ বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না।

বিজ্ঞাপন

কক্সবাজার-১ আসনে নির্বাচনী প্রচারণার তৃতীয় দিন পেকুয়া উপজেলার মগনামায় আয়োজিত জনসভায় এই মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ।

তিনি জানান, প্রথম ধাপে ৫০ লাখ থেকে ১ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং পরবর্তীতে ধাপে ধাপে সব পরিবারকে এই সুবিধার আওতায় আনা হবে। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে দেশের দারিদ্র্য কমানো সম্ভব হবে।

বিজ্ঞাপন

সালাহউদ্দিন আরও বলেন, বিএনপি প্রতিশ্রুতি দেয় এবং প্রতিশ্রুতি রক্ষা করে। এদেশের গণমানুষের দল বিএনপি, সবার প্রতীক ধানের শীষ। আপনারা ঘরে ঘরে ধানের শীষের জন্য ভোট চাইবেন। আমৃত্যু আপনাদের পাশে আছি।

এ সময় তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করতে বলেন। তিনি বলেন, তিনি আমাদের নেত্রী, আপনাদের নেত্রী। আল্লাহর কাছে সবাই প্রার্থনা করুন যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

বিজ্ঞাপন

সালাহউদ্দিন ২ ডিসেম্বর নিজের নির্বাচনী এলাকা চকরিয়ায় গণসংযোগের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন। এরপর থেকে তিনি জন্মস্থান পেকুয়া উপজেলার ইউনিয়নগুলোতে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ এবং উপজেলা পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ।

প্রেস সচিব ছফওয়ানুল করিম জানান, ৭ ডিসেম্বর পাঁচ দিনের নির্বাচনী প্রচারণা শেষে সালাহউদ্দিন ঢাকা ফিরে যাবেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

বিএনপি ক্ষমতায় এলে সবাইকে দেওয়া হবে স্বাস্থ্যকার্ড: সালাহউদ্দিন