Logo

আলোচনায় থাকলেও বিএনপির মনোনয়ন পেলেন না স্নিগ্ধ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ ডিসেম্বর, ২০২৫, ১৭:১৪
28Shares
আলোচনায় থাকলেও বিএনপির মনোনয়ন পেলেন না স্নিগ্ধ
মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ) | ফাইল ছবি

ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে ব্যাপক আলোচনায় ছিলেন মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ)। দীর্ঘদিনের সক্রিয়তা, এলাকাভিত্তিক প্রচারণা এবং দলীয় বিভিন্ন কর্মসূচিতে তার নিয়মিত অংশগ্রহণের কারণে তাকে ঘিরে মনোনয়ন পাওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই সম্ভাবনা বাস্তবে রূপ নিল না।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্বিতীয় দফায় ৩৬টি আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন।

তালিকায় দেখা যায়— ঢাকা-১৮ আসনে দলের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন এসএম জাহাঙ্গীর হোসেন। ফলে এই আসনে স্নিগ্ধকে ঘিরে থাকা সব গুঞ্জনেরও অবসান হলো।

বিজ্ঞাপন

দলীয় সূত্র বলছে, আগে থেকেই আসনটি ফাঁকা থাকায় স্নিগ্ধের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা শক্তিশালী মনে করা হচ্ছিল। কিন্তু চূড়ান্ত তালিকায় নাম না থাকায় শেষ মুহূর্তে সমীকরণ পাল্টে যায়।

এর আগে ৩ নভেম্বর বিএনপি ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনের প্রার্থী ঘোষণা করে। বাকি থাকা ৬৩ আসনের মধ্যে বৃহস্পতিবার আরও ৩৬টি আসনের প্রার্থী চূড়ান্ত করেছে দলটি।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ৪ নভেম্বর বিএনপিতে যোগ দেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ)। তিনি জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর যমজ ভাই।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD