মহানবী (সা.) কে কটূক্তির প্রতিবাদে ঢাকা কলেজ শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০৬:২৪ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৪
ভারতে বিশ্বনবি হযরত মুহাম্মদ (সা.)কে পুরোহিত কর্তৃক কটুক্তি ও বিজেপি নেতার তা সমর্থনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১২ ঘটিকায় ঢাকা কলেজের মূল ফটকের সামনে এ সমাবেশ শুরু করেন শিক্ষার্থীরা। এসময় ভারত সরকারের প্রতি এমন বিদ্বেষমূলক কর্মকাণ্ড বন্ধ ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে আহ্বান জানান তারা। শিক্ষার্থীরা তাকবীর স্লোগানে মুখরিত করে তোলে রাজধানীর নিউ মার্কেট, সাইন্সল্যাব ও নীলক্ষেত।
আরও পড়ুন: দুই হলে একইদিনে ৩ ফোন চুরি, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা
প্রতিবাদ সমাবেশে ঢাকা কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী মাহবুব বলেন, মহানবী (সা.) শুধু আমাদের নবী নয় তিনি বিশ্ব মানবতার নবী এবং মহামানব।
অতএব যদি কেউ তাঁকে নিয়ে কটুক্তি করে তাহলে, আমাদের শরীরে একবিন্দু রক্ত থাকতে আমরা তাকে ছেড়ে দেবো না। তিনি আরও বলেন, আমি ভারতকে বলতে চাই আপনারা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করছেন? আপনারা মুসলমানদের বদর, ওহুদের ইতিহাস ভুলে যাবেন না।
একই কলেজের ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী ইসরাফিল হোসেন বলেন, বিশ্ব মানবতার শ্রেষ্ঠ মহামানব মহানবী (স:) কে যারা অবমাননা করেছে, আমি সেই ভারতের প্রতি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমাদের ধর্মীয় অনুভূতিতে যদি কেউ আঘাত করে তাহলে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে সেটা প্রতিহত করার চেষ্টা করব। যারা এই অবমাননার সাথে জড়িত তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।
আরও পড়ুন: হলে কম সিট পেয়ে শিক্ষককে হেনস্তা করল ঢাকা কলেজ ছাত্রদল নেতা
ঢাকা কলেজের আরও একজন শিক্ষার্থী বলেন, নবীর অপমানে যদি কোন মুসলমানের হৃদয়ে ব্যথা না লাগে তাহলে সে মুসলমানই না। তিনি আরো বলেন, আপনারা মোহাম্মদ বিন কাশিমের কথা ভুলে যাবেন না। নবীর অপমান কারীর শাস্তি অবশ্যই হবে এটা আপনারা ভুলে যাবেন না।
উল্লেখ্য, প্রতিবাদ সমাবেশটি ঢাকা কলেজর মূল ফটক থেকে শুরু করে রাজধানীর নিউমার্কেট, সাইন্সল্যাব, নীলক্ষেত হয়ে আবার কলেজ ক্যাম্পাসের সামনে এসে সাধারণ শিক্ষার্থীদের বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশটির কার্যক্রম শেষ হয়।
এমএল/