কক্সবাজারে লবণবাহী ট্রাক চাপায় প্রতিবন্ধির মৃত্যু


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:৪৮ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৪


কক্সবাজারে লবণবাহী ট্রাক চাপায় প্রতিবন্ধির মৃত্যু
ছবি: প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় লবণবাহী ট্রাক চাপায় এক প্রতিবন্ধির মৃত্যু হয়েছে।


রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় পেকুয়া উপজেলা সদরের চৌমুহনী স্টেশনে কলেজ গেইট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা।


নিহত আব্দু সালাম (৪০) পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের বকসুমুড়া এলাকার নুরুল আলমের ছেলে।


আরও পড়ুন: দেশে ফিরল ৮৫ বাংলাদেশি, মিয়ানমার গেল ১২৩ বিজিপি-সেনা সদস্য


তিনি শারীরিক প্রতিবন্ধি এবং খুচড়া মরিচ ব্যবসায়ি ছিলেন।


স্থানীয়দের বরাতে সিরাজুল মোস্তফা বলেন, রবিবার সকালে আব্দু সালাম বাড়ী থেকে পেকুয়া বাজারে মরিচ কিনতে যান। বিকালে তিনি মরিচ কিনে ফিরছিলেন। ফেরার সময় তিনি পেকুয়া উপজেলা সদরের চৌমুহনী স্টেশনে কলেজ গেইট এলাকায় রাস্তা পার হচ্ছিলেন।


এসময় চট্টগ্রামগামী লবণবাহী একটি ট্রাক আব্দু সালামকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে এসে তার ট্রাক চাকার নিচ থেকে ক্ষত-বিক্ষত মৃতদেহটি উদ্ধার করেছে।


আরও পড়ুন: কুতুবদিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকটে মেঝেতে চিকিৎসা


ওসি বলেন, ঘটনার পরপরই দুর্ঘটনা কবলিত ট্রাকটির চালক ও হেলপার পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকটি জব্দ করেছে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান সিরাজুল মোস্তফা।


এমএল/