কাজী নজরুল ইসলামের নাতি অনির্বাণ আর নেই
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৪
না ফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি কাজী অনির্বাণ। তিনি কবির কনিষ্ঠতম পুত্র কাজী অনিরুদ্ধর বড় ছেলে।
বুধবার (৩ অক্টোবর) হৃদরোগে আক্রান্ত হয়ে সুইজারল্যান্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন কবির বড় ছেলে কাজী সব্যসাচীর কন্যা ও নজরুল সংগীতশিল্পী খিলখিল কাজী।
আরও পড়ুন: পরীর সাজে ধরা দিলেন শবনম বুবলী
তিনি বলেন, “কবির ছোট ছেলে কাজী অনিরুদ্ধর বড় ছেলে অনির্বাণ। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আপনারা সবাই দোয়া করবেন।”
খিলখিল কাজী আরও জানান, কাজী অনির্বাণের মরদেহ কলকাতায় সমাহিত করা হবে। ভাইকে শেষবার দেখতে কলকাতার উদ্দেশে রওনা দিচ্ছেন তিনি।
কবি নজরুলকে ফিরোজা বেগমের গান শোনানোর গল্পটা জানেন কি?কবি নজরুলকে ফিরোজা বেগমের গান শোনানোর গল্পটা জানেন কি?
আরও পড়ুন: অবশেষে শিল্পকলার চাকরি গেল জ্যোতিকা জ্যোতির
প্রসঙ্গত, কাজী অনির্বাণ একজন চিত্রশিল্পী। তাঁর বাবা কাজী অনিরুদ্ধ গত ১৯৭৪ সালের ২২ ফেব্রুয়ারি কাজী নজরুল ইসলাম জীবিত থাকাবস্থায় মারা যান। কাজী অনিরুদ্ধ ছিলেন পশ্চিমবঙ্গের খ্যাতনামা সংগীতজ্ঞ ও ডাকসাইটে গিটারিস্ট।
কবির সৃষ্ট অমর সুর সম্পদ সংরক্ষণের কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন অনিরুদ্ধ। তাঁর স্ত্রী লেখক ও সংগীতশিল্পী কল্যাণী কাজী। এ দম্পতির তিন সন্তান। বড় ছেলে কাজী অনির্বাণ, ছোট ছেলে কাজী অরিন্দম (সুবর্ণ) ও মেয়ে কাজী অনিন্দিতা।
জেবি/এসবি