Logo

চাঁপাইনবাবগঞ্জে বেলেপুকুরে জলাবদ্ধতা নিরসনে ইকরা'অ স্বেচ্ছাসেবী সংগঠন

profile picture
জনবাণী ডেস্ক
৬ অক্টোবর, ২০২৪, ০২:৫৯
57Shares
চাঁপাইনবাবগঞ্জে বেলেপুকুরে জলাবদ্ধতা নিরসনে ইকরা'অ স্বেচ্ছাসেবী সংগঠন
ছবি: সংগৃহীত

যা কোনভাবেই কাম্য নয়। সংশ্লিষ্ট দপ্তর জলাবদ্ধতার বিষয়টি আমলে নিচ্ছেন না

বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বেলেপুকুরে রাস্তায় জলাবদ্ধতা নিরসনে ইকরা'অ স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (৫ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বেলেপুকুর শাহনেয়ামতুল্লাহ কলেজ সংলগ্ন রাস্তাটি সংস্কার কাজের উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত বেলেপুকুর গ্রামের একটি রাস্তা প্রত্যেক বর্ষা মৌসুমে তলিয়ে যায়। এতে গ্রামটির ১০০ পরিবার দুর্ভোগের স্বীকার হন। এ দুর্ভোগ লাঘবে ইকরা'অ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উক্ত রাস্তাটিতে ইট বালু খোয়া ফেলে রাস্তাটি চলাচলের উপযোগীর করার চেষ্টা করছেন।

এ বিষয়ে ইকরা'অ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ওবায়দুল হক জানান, গ্রামের যে অংশটুকু জলবদ্ধতার কারণে জনদুর্ভোগ দেখা দিয়েছে সেখানে রয়েছে বিদ্যাপীঠ বেলেপুকুর কিডস্ ভ্যালি স্কুল, শাহনেয়ামতুল্লাহ কলেজ এবং খেলাধুলার মাঠ। যা কোনভাবেই কাম্য নয়। সংশ্লিষ্ট দপ্তর জলাবদ্ধতার বিষয়টি আমলে নিচ্ছেন না। বেলেপুকুর গ্রামের দুর্ভোগের বিষয়টি মাথায় রেখে ইকরা'অ স্বেচ্ছাসেবী সংগঠনের অর্থায়নে জনসাধারণের দুর্ভোগ লাঘবে রাস্তাটি চলাচলের উপযোগী করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন ইকরা'অ স্বেচ্ছাসেবী সংগঠনের সহ-সভাপতি শাহিনুল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক খন্দকার হাসান ইমাম লিবন, সহ-সম্পাদক ফয়সাল আহমেদ, প্রচার সম্পাদক সোহেল রানা, কার্যনির্বাহের সদস্য হাবিবুর রহমান তারেক, ক্রিড়া বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সিহাব, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ওবায়দুর রহমান প্রমুখ। এছাড়ও উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় বাসিন্দাগন। 

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD