Logo

হিজবুল্লাহর সম্ভাব্য শীর্ষনেতা নিখোঁজ

profile picture
জনবাণী ডেস্ক
৬ অক্টোবর, ২০২৪, ০৭:০৫
61Shares
হিজবুল্লাহর সম্ভাব্য শীর্ষনেতা নিখোঁজ
ছবি: সংগৃহীত

হামলার পর থেকে হিজবুল্লাহ এখন পর্যন্ত সাফিউদ্দিন সম্পর্কে কোনো মন্তব্য করেনি।

বিজ্ঞাপন

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সম্ভাব্য শীর্ষনেতা হাশিম সাফিউদ্দিনের শুক্রবার থেকে নিখোঁজ রয়েছেন। তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা যাচ্ছে না।

শনিবার (৫ অক্টোবর) লেবাননের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

সাফিউদ্দিন বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বৈরুতের দাহিহের এলাকার একটি বাঙ্কারে সিনিয়র হিজবুল্লাহ নেতাদের একটি বৈঠকে যোগদান করছিলেন। ওই রাতেই সেখানে বিমান হামলা চালায় ইসরায়েল। 

বিজ্ঞাপন

লেবাননের নিরাপত্তা সূত্র জানায়, অব্যাহত ইসরায়েলি হামলার কারণে দাহিয়েহ এর যেখানে আক্রমণ হয়েছে সেখানে উদ্ধার তৎপরতা চালানো যাচ্ছে না।

বিজ্ঞাপন

হামলার পর থেকে হিজবুল্লাহ এখন পর্যন্ত সাফিউদ্দিন সম্পর্কে কোনো মন্তব্য করেনি।

বিজ্ঞাপন

ইসরায়েলি লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি শুক্রবার জানিয়েছেন, যেখানে হামলা চালানো হয়েছিল সেটি ছিল হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তর। সেনাবাহিনী এখনও বৃহস্পতিবার রাতের বিমান হামলার মূল্যায়ন করছে।

বিজ্ঞাপন

গেল সপ্তাহে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ। হিজবুল্লাহর দুই নেতৃস্থানীয় ব্যক্তির একজন হচ্ছেন সাফিউদ্দিন। তিনি নিহত হিজবুল্লাহপ্রধান হাসান নাসরাল্লাহর স্বজন। নাসরাল্লাহর মৃত্যুর পর ধারণা করা হচ্ছে, তিনি সংগঠনের দায়িত্ব পাবেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD