Logo

শুটিংয়ে গুরুতর আহত ইমরান হাশমি

profile picture
জনবাণী ডেস্ক
৮ অক্টোবর, ২০২৪, ২৩:৫২
39Shares
শুটিংয়ে গুরুতর আহত ইমরান হাশমি
ছবি: সংগৃহীত

নতুন সিনেমা ‘ঘোড়চড়ি-২’-এর শুটিং শুরু করেন ইমরান

বিজ্ঞাপন

নতুন সিনেমা ‘ঘোড়চড়ি-২’-এর শুটিং করার সময় দুর্ঘটনার মুখে পড়েন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি। ইমরানের গলায় গুরুতর আঘাত লেগেছে। অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে আহত হন ইমরান। ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এমনটাই জানা গেছে।

বলিউড সূত্রে বলছে, সোমবার (৭ অক্টোবর) হায়দারাবাদে ‘ঘোড়চড়ি-২’ সিনেমার শুটিং চলছিল। এক অ্যাকশন দৃশ্যে উঁচু এক জায়গা থেকে লাফিয়ে পড়ার দৃশ্য ছিল। সেটি করতে গিয়েই ইমরান আহত হন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইমরান হাশমিকে এর আগে দেখা ‘টাইগার-৩’ সিনেমায় অভিনয় করতে দেখা যায়। সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত এ সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন ইমরান। এ চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসাও পেয়েছিলেন। এরপরেই নতুন সিনেমা ‘ঘোড়চড়ি-২’-এর শুটিং শুরু করেন ইমরান।

বিজ্ঞাপন

২০০৬ সালে পারভিন শাহিনকে বিয়ে করছিলেন অভিনেতা ইমরান হাশমি। বিয়ের ৪ বছর পর ২০১০ সালের ফেব্রুয়ারিতে তাদের জীবনে আসে প্রথম সন্তান আয়ান। তারপর চলছিল তাদের সংসার। ২০১৪ সালে ১৫ জানুয়ারি দিনটি ইমরান ও পারভিনের জীবনে কঠিনতম সময়। পুত্র আয়ানের ক্যানসার ধরা পড়ে। তবে আয়ান এখন অনেকটাই সুস্থ।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD