Logo

আমি একটা ছাগল, এবার মানুষ হবো: মাহি

profile picture
জনবাণী ডেস্ক
৬ অক্টোবর, ২০২৪, ২২:৩২
68Shares
আমি একটা ছাগল, এবার মানুষ হবো: মাহি
ছবি: সংগৃহীত

মাহি ভিডিওটির ক্যাপশনে লেখেছেন- “এভাবেই নেচে নেচে ফটোশুট করি আমি।”

বিজ্ঞাপন

ঢালিউডের আলোচিত-সমালোচিত অভিনেত্রী মাহিয়া মাহি। নানা কথা আর কাজ দিয়ে বিতর্ক সৃষ্টিতে তার জুড়ি নেই। এবার সামাজিকমাধ্যম ফেসবুকে একটু ব্যতিক্রমী উপলদ্ধি করে নিজেকে ছাগল বললেন এই অভিনেত্রী।

শনিবার (৫ অক্টোবর) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে মাহিয়া মাহি লিখেছেন, “ফাইনালি আমি বুঝতে পারসি গাইজ, আমি যে একটা ছাগল।”

বিজ্ঞাপন

নিজের উপলব্ধির কথা জানিয়ে এরপর নিজেকে শুধরে নেয়ার আশাবাদ ব্যক্ত করেন নায়িকা। মাহি বলেন, “এবার আমি মানুষ হবো ইনশাআল্লাহ’।

বিজ্ঞাপন

হঠাৎ মাহির এমন স্ট্যাটাসের কারণ খুঁজতে মারিয়া হয়েছে ভক্তকুল। অনেকেই মজার মজার মন্তব্যও করেছেন। এদের মধ্যে অভিনেত্রী জাহারা মিতু লিখেছেন, “অবশেষে মাহি বুঝলো যে সে একটা ছাগল”- পরবর্তী শিরোনাম। জবাবে মাহি লিখেছেন, “লোল”।

বিজ্ঞাপন

এর আগে মাহিকে নাচের তালে ফটোশুটে দেখা গেছে। যেখানে অভিনেত্রীর পরনে কালো-খয়েরি রঙের শাড়ি। মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া। চোখে কাজল, মুখে হাসি। ব্যাকগ্রাউন্ডে বাজছে হিন্দি গান। মাহি ভিডিওটির ক্যাপশনে লেখেছেন-  “এভাবেই নেচে নেচে ফটোশুট করি আমি।”

বিজ্ঞাপন

মাহিকে  অভিনেত্রীকে সবশেষ দেখা গেছে শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমায়। যেখানে প্রথমবারের মতো পর্দায় শাকিবের মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার নতুন এই অবতার দর্শকরাও লুফে নিয়েছে। পাশাপাশি অভিনয়ের প্রশংসা করেছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD