বাধ্যতামূলক অবসরে ৩ অতিরিক্ত আইজিপি


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৪


বাধ্যতামূলক অবসরে ৩ অতিরিক্ত আইজিপি
ফাইল ছবি

র‍্যাবের সদ্য সাবেক মহাপরিচালক পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশিদসহ একই পদমর্যাদার তিন কর্মকর্তাকে  বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।


বুধবার (৯ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ ৩ কর্মকর্তাকে অবসরে পাঠানোর আদেশ জারি করা হয়।


অপর দুই কর্মকর্তা হলেন- হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান এবং ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার বর্তমানে ট্যুরিস্ট পুলিশে কর্মরত ড. খ. মহিদ উদ্দিন।


আরও পড়ুন: ১৪ বছরে সড়ক উন্নয়ন প্রকল্পে ৫১ হাজার কোটি টাকা দুর্নীতি: টিআইবি


রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানো হয়।


আরও পড়ুন: ‘প্রধান উপদেষ্টাসহ দেশ ছাড়লেন বাকি উপদেষ্টারাও, সোর্স : চালাইদেন’


প্রজ্ঞাপনে বলা হয়, “বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ, হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান এবং টুরিস্ট পুলিশের ড. খ. মহিদ উদ্দিনকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে চাকরি থেকে অবসর প্রদান করা হলো।”


তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন।


জেবি/এসবি