কুষ্টিয়ায় বজ্রপাতে প্রাণ গেল নারীসহ ৪ জনের
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:৫৮ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৪

কুষ্টিয়ার দৌলতপুর বজ্রপাতে এক নারীসহ ৪ জনের প্রাণহানি হয়েছে।
বুধাবার (৯ অক্টোবর) বিকাল ৪টার দিকে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
নিহত ব্যক্তিরা হলেন- দৌলতপুর উপজেলার হোসেনাবাদ এলাকার কৃষক নিজামুদ্দিন, তরিকুল ইসলাম, আওলাদ হোসেন ও একই উপজেলার ফারাকপুর গ্রামের জহুরা খাতুন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় হাত-পা বেঁধে ছাদ থেকে ফেলে পলিটেকনিক শিক্ষার্থীকে হত্যা
দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) খসরু আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, হোসনাবাদ এলাকায় মাঠে কৃষি কাজ করছিলেন কৃষক নিজাম, আওলাদ ও তরিকুল। হঠাৎ বজ্রপাত শুরু হলে নিরাপদ আশ্রয় মনে করে বাঁশের ছাউনি দেওয়া একটি ঘরে অবস্থান করছিলেন। এ সময় বজ্রপাত শুরু হলে তারা গুরুতর আহত হন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় লালন একাডেমির কমিটি বিলুপ্ত-নতুন কমিটি প্রনয়ণের দাবিতে মানববন্ধন
এসআই খসরু বলেন, “অন্যদিকে জহুরা খাতুন নামে এক নারী নিজ বাড়ির পাশে পুকুরে গোসল করতে গেলে বজ্রপাতে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। বজ্রপাতে এক সঙ্গে চারজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

শিক্ষার্থীদের চমকে দিতে স্কুল ব্যাগ নিয়ে হাজির ইউ এনও

তালায় ভয়াবহ ভাঙন ঠেকাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণে কাজ শুরু

অসুস্থ নারীকে সরকারি অফিসে তালাবন্ধ করে চলে গেলেন কর্মকর্তারা!

চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির পথসভায় সংগঠনের আহবায়ক নাহিদ ইসলাম
