Logo

তৃতীয় বিয়ে প্রসঙ্গে শাকিব খান বললেন, মানুষ একা থাকতে পারে না

profile picture
জনবাণী ডেস্ক
১১ অক্টোবর, ২০২৪, ০১:৪৯
78Shares
তৃতীয় বিয়ে প্রসঙ্গে শাকিব খান বললেন, মানুষ একা থাকতে পারে না
ছবি: সংগৃহীত

যারা আমাকে অঢেল ভালোবাসা দেন; তাদের সবাইকে নিয়ে আমি খুব ভালো আছি।

বিজ্ঞাপন

তৃতীয় বিয়ে প্রসঙ্গে কথা বললেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। শুধু তাই নয় নিজের কাজ ও ব্যক্তিগত নানা প্রসঙ্গে এবার ভারতের পশ্চিমবঙ্গের একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি।

অপু বিশ্বাস থেকে শবনম বুবলী, বারবার সম্পর্ক ভাঙা কতটা আঘাত দিয়েছে? এ বিষয়ে শাকিব খান বললেন, “আঘাত তো দিয়েছেই। কোনো ভাঙনই তো সুখের নয়। যতটুকু হয়েছে, হয়তো সেটুকুই হওয়ার ছিল। ‘লাইফ ইজ আ জার্নি’। এই যাত্রায় অনেকের সঙ্গে দেখা হয়, পরিচয় হয়। আমার জীবনে দুজন (অপু-বুবলী) মানুষ অতীত, এটা আগেও বলেছি। অতীত হিসেবে তারা থাকুক। এসব নিয়ে আমার আক্ষেপ-ভ্রুক্ষেপ কিছুই নেই। যা হয়েছে হয়তো ভালোর জন্য হয়েছে।”

বিজ্ঞাপন

তিনি জানান, তারপরও পরিবার, দর্শকের ভালোবাসায় ভালো আছেন তিনি। শাকিবের মতে, আমার দুই সন্তান, মা-বাবা, বোন ও তার পরিবার, কিছু কাছের আপন মানুষ, আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং দেশ-বিদেশের কোটি কোটি ভালোবাসার মানুষ রয়েছে, যারা আমাকে অঢেল ভালোবাসা দেন; তাদের সবাইকে নিয়ে আমি খুব ভালো আছি।

বিজ্ঞাপন

একই সাক্ষাৎকারে বহুল চর্চিত তৃতীয় বিয়ে নিয়েও কথা বলেন এ শীর্ষ নায়ক। ‘শোনা যাচ্ছে শাকিব খান নাকি ফের বিয়ে করবেন?’ এমন প্রশ্নের উত্তরে তিনি বললেন,  “মানুষ একা থাকতে পারে না। পরিবার এবং সমাজ নিয়ে বেঁচে থাকে। দেখা যাক, কোনো তাড়াহুড়া নেই যে নির্দিষ্ট কোনো বছরের মধ্যে বিয়ে করতে হবে। যদি তেমন কিছু হয় পারিবারিকভাবে হবে এবং সেটা বিয়ের পর্যায়ে যাবে। আমার মা-বাবার যেহেতু বয়স হয়েছে, সন্তান হিসেবে তারা আমাকে সংসারী দেখতে চান।”

বিজ্ঞাপন

দুই দিন আগে নতুন টিজার প্রকাশ করেছে পরিচালক অনন্য মামুন। তিনি জানিয়েছেন, শাকিব খানের ‘দরদ’ মুক্তি পাবে আগামী ১৫ নভেম্বর। এতে শাকিবের নায়িকা বলিউডের সোনাল চৌহান। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন শাকিব।  

বিজ্ঞাপন

তিনি বলেন, “সোনাল ভীষণ সহযোগিতা করেছেন। চেষ্টা করেছেন ভেঙেচুরে নতুনভাবে নিজেকে উপস্থাপন করার। শুটিংয়ের সময় তার যে মনোযোগ দেখেছি, আমার খুব ভালো লেগেছে, খুব খুশি কাজ করে। আমার বিশ্বাস, বাংলাদেশ এবং ভারত বিশ্বের যেখানে ‘দরদ’ দেখানো হবে, দর্শকের তার কাজ ভালো লাগবে।”

বিজ্ঞাপন

এদিকে,  চলতি মাসেই ‘বরবাদ’ নামে আরেকটি সিনেমার শুটিং শুরু করবেন শাকিব।  অপরদিকে,  সম্প্রতি সামাজিকমাধ্যমে চর্চা হয়েছে, আগামী বছরই নাকি ‘তুফান’ সিনেমার সিকুয়েল আসবে। তবে শাকিব জানান, ২০২৫ সালে ‘তুফান ২’ আসবে না। তবে একই প্রযোজনা সংস্থার সঙ্গে আরেকটি সিনেমা করছেন তিনি, সেটা আসতে পারে।

বিজ্ঞাপন

জেইবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD