দুমকিতে মানসিক ভারসাম্যহীন কলেজ ছাত্রের আত্মহত্যা
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:২৭ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৪
পটুয়াখালীর দুমকিতে গলায় গামছা পেচিয়ে ফাঁস দিয়ে মো. মারুফ (১৭) নামের মানসিক ভারসাম্যহীন এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
জানা যায়, বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ২ টায় উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরগরবদি এলাকার ফয়জর হাওলাদারের তৃতীয় ছেলে মারুফ নিজ বসত ঘরের আড়ার সাথে গলায় গামছা পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে উপজেলার আজিজ আহম্মেদ কলেজের বিএম শাখার একাদশ শ্রেণির ছাত্র ছিল।
আরও পড়ুন: ধর্ষিতাকে না চিনেও ৩৭ দিন কারাবাস ইসলামি আন্দোলনের কর্মীর
মৃত মারুফের ভাই রিফাত বলেন, আমার ভাই দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন। হয়ত এ জন্যই আত্মহত্যা করতে পারে বলে আমার ধারণা। এর আগেও সে কয়েকবার আত্মহত্যার চেষ্টা করে।
এ ব্যাপারে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আহমেদ জানান, প্রাথমিকভাবে জানা গেছে ছেলেটি মানসিক ভারসাম্যহীন ছিল। তবে ময়না তদন্তের হাতে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। এ ঘটনায় দুমকি থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএল/