Logo

মুলতানে অবিশ্বাস্য হারের পথে স্বাগতিক পাকিস্তান!

profile picture
জনবাণী ডেস্ক
১১ অক্টোবর, ২০২৪, ০৫:১৮
39Shares
মুলতানে অবিশ্বাস্য হারের পথে স্বাগতিক পাকিস্তান!
ছবি: সংগৃহীত

ব্যাটিং স্বর্গে প্রথম ইনিংসে ৫৫৬ রানে থামে দ্যা গ্রিনম্যানদের ইনিংস

বিজ্ঞাপন

একটু পেছনে ফিরে দেখা যাক। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪৪৮ রান করেই ইনিংস ঘোষণা করে দিয়েছিল পাকিস্তান অধিনায়ক। আর এর পরের গল্পটাও জানা সবার। দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে ১০ উইকেটেই স্বাগতিকদের হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ দল। রাওয়ালপিন্ডির গল্পটা মুলতানেও যেন ফিরছে। ব্যাটিং স্বর্গে প্রথম ইনিংসে ৫৫৬ রানে থামে দ্যা গ্রিনম্যানদের ইনিংস। 

নিজেদের এমন রান নিয়ে হয়তো তৃপ্তির ঢেঁকুরই তুলেছিলেন পাকিস্তানের দলনেতা শান মাসুদ। কিন্তু পাকিস্তানের করা সাড়ে পাঁচশর বেশি রানও যে ইংল্যান্ডের সামনে মামুলি সংগ্রহ হয়ে যাবে তা কে ভাবতে পেরেছিল!

বিজ্ঞাপন

জো রুট ও হ্যারি ব্রুকের বিশ্বরেকর্ড গড়া জুটির সঙ্গে জ্যাক ক্রাউলি ও বেন ডাকেটের মাঝারি দুটি ইনিংসে ভর করে ইংল্যান্ড ৮২৩ রান করে নিজেদের ইনিংস ঘোষণা করে। তাদের লিড গিয়ে দাঁড়ায় ২৬৭ রান! 

বিজ্ঞাপন

২৬৭ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মুখ থুবড়ে পড়ল স্বাগতিকদের ব্যাটিং অর্ডার। দলীয় শতরানের আগেই টপ অর্ডারের ৬ ব্যাটারকে হারিয়ে ফেলে পাকিস্তান। চতুর্থ দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ১৫২ রান। এখনো সফরকারীদের চেয়ে পিছিয়ে রয়েছে ১১৫ রানে। অবিশ্বাস্য কিছু না ঘটলে এই টেস্টে পরাজয়টা যেন পাকিস্তানের ভাগ্য ললাটে লেখা হয়ে গেছে অনেকটাই। 

বিজ্ঞাপন

প্রথম দিন থেকেই একদম নিষ্প্রাণ মুলতানের পিচ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) চলমান টেস্টের চতুর্থ দিনে এসেও সহায়তা পাচ্ছিলেন না বোলাররা। তবে দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ব্যাটিংয়ে নামতেই যেন বদলে যায় সব। ইংলিশ বোলাররা ছড়ি ঘোরালেন স্বাগতিক ব্যাটারদের ওপর।

বিজ্ঞাপন

আগের ইনিংসে সেঞ্চুরি করা পাকিস্তানের দুই ব্যাটার আব্দুল্লাহ শফিক ও শান মাসুদ দুজনেই ব্যর্থ হলেন দ্বিতীয় ইনিংসে। বাকিরাও পথ দেখাতে পারলেন না। উইকেট পতনের শুরু ইনিংসের প্রথম বলেই। ক্রিস উকসের বলে গোল্ডেন ডাক হয়ে ফেরেন পাক ওপেনার আব্দুল্লাহ শফিক।

বিজ্ঞাপন

প্রথম ইনিংসে ১৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলা শান মাসুদ এবার করতে পারলেন মোটে ১১ রান। তাকে ফিরিয়েছেন গাস অ্যাটকিনসন। বর্তমান অধিনায়কের পরপরই ফিরে গেছেন সাবেক অধিনায়ক বাবর আজম। তারকা এই ব্যাটারের রানখরা যেন কাটছেই না। ২০২২ সালে সর্বশেষ পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন। প্রথম ইনিংসে ৩০ রানের পর আজ সাজঘরে ফিরে গেলেন মোটে ৫ রান করে।

বিজ্ঞাপন

দ্রুত তিন উইকেট পতনের পর পাকিস্তানকে আরও ব্যাকফুটে ঠেলে দেয় ইংল্যান্ডের বোলাররা। উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি সাইম আইয়ুব ও মোহাম্মদ রিজওয়ানরা। চতুর্থ দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১৫২ রান। এই টেস্ট বাঁচাতে আরও ১১২ রান শোধ করে তারপর ইংল্যান্ডকে টার্গেট দিতে হবে। দিনশেষে অপরাজিত দুই ব্যাটার আগা সালমান (৪১) ও আমের জামাল (২৭)। 

ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট শিকার করেছেন গাস অ্যাটকিনসন ও ব্রাইডন কার্স। এ ছাড়া একটি করে উইকেট পেয়েছেন ক্রিস ওকস ও জ্যাক লিচ।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD