থাইল্যান্ডকে হারিয়ে নারী টি-টোয়েন্টিতে বিশ্বকাপে এক পা বাংলাদেশের

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে সরাসরি বিশ্বকাপের পথে এগিয়ে গেল বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল মাত্র একটি জয় অথবা কোনো ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলেও এক পয়েন্ট পেলেই বিশ্বকাপ নিশ্চিত করতে পারবে।
বিজ্ঞাপন
ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল নেপালের মূলপানিতে। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে থাইল্যান্ড ২০ ওভারে ৮ উইকেটে ১২৬ রান করতে সক্ষম হয়।
আরও পড়ুন: জোড়া ফিফটিতে বাংলাদেশের সংগ্রহ ১৬৫
বাংলাদেশের শুরুটা ছিল টানাপোড়েনপূর্ণ। প্রথম বলেই দিলারা আক্তার আউট হয়ে যান, আর ওপেনার শারমিন আক্তার মাত্র ৯ বলে ১১ রান করে ফিরেন। তৃতীয় উইকেটে জুয়াইরিয়া ফেরদৌস ও শবানা মোস্তারি দলের হাত ধরে বড় জুটি গড়েন—মিলে তারা করেন ১১০ রান, যা বাংলাদেশকে শক্তিশালী স্কোর গড়তে সহায়তা করে।
বিজ্ঞাপন
ব্যক্তিগতভাবে, জুয়াইরিয়া ৪৩ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় ৫৬ রান করেন, আর শবানা ৪২ বলে ৯ চার ও ১ ছয়ে ৫৯ রান যোগ করেন। পরবর্তী ব্যাটারদের ইনিংস ছিল সামান্য, রিতুমনি ৬ বলে ১৫ রান, স্বর্ণা আক্তার ৪, নিগার সুলতানা জ্যোতি ৬, রাবেয়া খান ৫ এবং ফাহিমা খাতুন ১ রান করেন।
রান তাড়া করতে নেমে থাইল্যান্ড শুরুতে উইকেট হারালেও দলের ব্যাটাররা ধীরে ধীরে প্রতিরোধ দেখান। সর্বোচ্চ ৪৪ রান করেন নাথাকান চান্থাম, নারুয়েমোল চাইহাই ৩০, আর নান্নাপাত কোনছারোয়েনকাই ২৯ রান করেন। বাকি ব্যাটাররা দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
আরও পড়ুন: অবশেষে সাকিবের সঙ্গে আলোচনায় বিসিবি
বিজ্ঞাপন
বাংলাদেশের হয়ে মারুফা ইসলাম ৩টি উইকেট নেন, রিতুমনি ও স্বর্ণা আক্তার ২টি করে উইকেট নেন, আর ফাহিমা খাতুন ১টি উইকেট নেন।
এই জয়ে বাংলাদেশ নারী দল বিশ্বকাপের পথে আরও শক্ত অবস্থানে পৌঁছেছে।








