জোড়া ফিফটিতে বাংলাদেশের সংগ্রহ ১৬৫

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে থাইল্যান্ডের বিপক্ষে জোয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারির দুর্দান্ত ব্যাটিংয়ে লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। দুই ব্যাটারের জোড়া অর্ধশতকে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে টাইগ্রেসরা।
বিজ্ঞাপন
মূলপানিতে টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ছিল হতাশাজনক। ইনিংসের প্রথম বলেই আউট হন দিলারা আক্তার। আরেক ওপেনার শারমিন আক্তারও বেশিক্ষণ টিকতে পারেননি; ৯ বলে ১১ রান করে ফিরে যান তিনি।
প্রাথমিক ধাক্কা সামলে তৃতীয় উইকেটে জোয়াইরিয়া ও সোবহানা দলকে বড় জুটির ভিত গড়ে দেন। দুজন মিলে গড়েন ১১০ রানের জুটি, যা ইনিংসের মোড় ঘুরিয়ে দেয়। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৪৫ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় ৫৬ রান করেন জোয়াইরিয়া ফেরদৌস। অন্য প্রান্তে সমান দাপট দেখিয়ে ৪২ বলে ৯টি বাউন্ডারি ও একটি ছক্কায় ৫৯ রান করেন সোবহানা মোস্তারি।
আরও পড়ুন: আইসিসি থেকে বড় সুখবর পেল বাংলাদেশ !
বিজ্ঞাপন
তবে শেষদিকে দ্রুত উইকেট হারিয়ে বড় সংগ্রহের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। মাত্র ২১ রানের ব্যবধানে ৫ উইকেট পড়ে গেলে রান তোলার গতি কমে যায়।
থাইল্যান্ডের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন থিপাচা পুটোয়ং, তিনি নেন তিনটি উইকেট। দুই ব্যাটারের ফিফটির ওপর ভর করে গড়া এই সংগ্রহ নিয়ে এখন বোলারদের দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ শিবির।








