বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৪
কুড়িগ্রাম জেলায় প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের শেষ হয়েছে। বিসর্জনের এই ক্ষণে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর।
রবিবার (১৩ অক্টোবর) দুপুর ১টায় কুড়িগ্রাম সার্বজনীন কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের আয়োজনে কুড়িগ্রাম ধরলা নদীতে দেয়া হয় প্রতিমা বিসর্জন।
আরও পড়ুন: মহানবী (স.)-কে কটুক্তির অভিযোগে কুড়িগ্রামে যুবক গ্রেফতার
এসময় আনন্দ উৎসবে মেতে উঠেন পুজারীরা। সধবা নারীরা একে অপরকে পড়িয়ে দেন সিঁদুর, মেতে উঠেন সিঁদুর খেলায়। বিসর্জনের সাথে সাথে নদীর তীরে তরুণ তরুণীরা বাজাতে থাকেন ঢাক ঢোল আর কাঁসা। ধূপময় হয়ে উঠে বিসর্জন স্থল।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সার্বজনীন কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি রবি বোস, সাধারণ সম্পাদক শ্যামল ভৈমিকসহ সনাতনী ধর্মাবলম্বীরা।
আরও পড়ুন: কুড়িগ্রামে পূজামন্ডপ পরিদর্শনে ব্যারিস্টার রবিউল আলম সৈকত
এবার কুড়িগ্রাম জেলার ৯ টি উপজেলার ৪৮৩ টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে, আর সুন্দর ও সফলভাবে পূজা উদযাপন করতে পারায় খুশি সনাতনী ভক্তবৃন্দরা। দুর্গাপূজার মহানবমী তিথিতে শনিবার (১২ অক্টোবর) বিহিত পূজা এবং দর্পণ বিসর্জনের মাধ্যমে মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গার আরাধনা করেন হিন্দু ধর্মাবলম্বীরা।
এমএল/