বিএনপি নেতা রবির পদ স্থগিত


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৫৭ অপরাহ্ন, ১৪ই অক্টোবর ২০২৪


বিএনপি নেতা রবির পদ স্থগিত
ফাইল ছবি

একটি বেসরকারি টেলিভিশনের কর্মকর্তা হত্যার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবির সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।  


সোমবার (১৪ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি রবিকে দেওয়া হয়েছে।


আরও পড়ুন: তারেক রহমান দেশে ফিরছেন কবে, জানাল যুক্তরাজ্য বিএনপি


বিএনপির দপ্তর সূত্রে জানা যায়, দীপ্ত টিভির কর্মকর্তা তানজিল জাহান তামিম হত্যার ঘটনায় সঙ্গে থাকার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিবেদনে রবির নাম ওঠে আসে। যার প্রেক্ষিতে বিএনপি সিদ্ধান্ত হচ্ছে- হত্যা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রবির সব সাংগঠনিক পদ স্থগিত থাকবে। সেটি জানিয়ে আজকে তাকে চিঠি দেওয়া হয়েছে।


আরও পড়ুন: আ. লীগই বাংলাদেশের চরমপন্থী ও সন্ত্রাসী দল: জামায়াত আমির



এরআগে গেল ১১ অক্টোবর রবিকে শোকজ নোটিশ দেওয়া হয়। ২৪ ঘণ্টার (একদিনে) মধ্যে তাকে জবাব দিতে বলা হয়। কিন্তু রবির জবাব সন্তোষজনক না হওয়ায় সব সাংগঠনিক পদ স্থগিত করা হয়।


জেবি/এসবি