কবে নির্বাচন দেবেন, সেই তারিখ ঠিক করে কাজ শুরু করুন: দুদু


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৩৩ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৪


কবে নির্বাচন দেবেন, সেই তারিখ ঠিক করে কাজ শুরু করুন: দুদু
ছবি: সংগৃহীত

এ দেশের ছাত্র, শ্রমিক, মেহনতি মানুষ গত তিনটা নির্বাচনে ভোট দিতে পারেনি উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, “ভোট দেওয়ার আশায়, সুষ্ঠু নির্বাচনের আশায় ফ্যাসিবাদ হাসিনাকে বিদায় করেছে তারা। তাই কবে কোন দিন নির্বাচন দেবেন, সেই দিন তারিখ ঠিক করে কাজ শুরু করেন। তাহলে একটা ফল পাওয়া যাবে।”


তিনি বলেন, “যদি না বলেন (দিন তারিখের কথা) তাহলে দেশের মানুষের মধ্যে অনাস্থা সৃষ্টি হবে। সেটা কারো জন্যই ভালো হবে না দেশের জন্য, সরকারের জন্য, দেশের মানুষের জন্য।”


আরও পড়ুন: বিএনপি নেতা রবির পদ স্থগিত


বুধবার (১৬ অক্টোবর) প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে সীমান্তে হত্যা বন্ধ, ফ্যাসিস্ট হাসিনার বিচারের দাবি এবং পাচার করা অর্থ ফিরিয়ে আনার দাবিতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।


আরও পড়ুন: বিকালে হাসপাতালে যাবেন খালেদা জিয়া


দুদু বলেন, “যারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন তাদের হাতে বেশি সময় আছে বলে আমার মনে হয় না। যারা ভারতে পালিয়ে গিয়েছে তারা বাদে আমি, আমার দল, আমার নেতা এবং এদেশে ছোট বড় যে রাজনৈতিক দলগুলো আছে তারা সমর্থন দিয়েছে এবং এখনো দিয়ে যাচ্ছে। কিন্তু ভোটের অধিকার, ভাতের অধিকার, আইন-শৃঙ্খলা অধিকার প্রতিষ্ঠিত হয়নি। ভোট এবং ভাতের অধিকারের প্রতিষ্ঠা হবে এই স্বপ্ন নিয়ে এ দেশের জনগণ হাসিনা এবং আওয়ামী লীগকে পরাজিত করেছে। ভাত এবং ভোটের অধিকার এ দেশের মানুষের জন্মগত অধিকার।”


তিনি বলেন, “যারা নির্বিচারে ছাত্র, শ্রমিক, মেহনতি মানুষদের হত্যা করেছে সেসব হত্যাকারীদের অনতিবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।”


জেবি/এসবি