সিরাজগঞ্জে বিএনপি’র সম্প্রীতি সমাবেশ

সাবেক এমপি ইকবাল হাসানের বক্তব্যের আগেই ভেঙ্গে পড়লেন মঞ্চ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:৪৬ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৪


সাবেক এমপি ইকবাল হাসানের বক্তব্যের আগেই ভেঙ্গে পড়লেন মঞ্চ
ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জে বিএনপি’র সম্প্রীতি সমাবেশ মঞ্চে নেতাকর্মীদের চাপে তিল ধারনের যেন জায়গা ছিল না। গাদাগাদি করে নেতা ও সমর্থকদের অবস্থান ছিল এই সমাবেশে। অতিরিক্ত নেতাকর্মী মঞ্চে ওঠার কারণে মঞ্চটি ভেঙ্গে পড়ে। এতে উল্লাপাড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড. শামসুল আলম, জেলা ও উপজেলার বিএনপি’র প্রায় ২০/২৫ জন নেতাকর্মী আহত হয়েছে।


বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে সিরাজগঞ্জ মহীদ শামসুদ্দিন গেইট এলাকায় জেলা বিএনপি’র আয়োজিত সম্প্রীতি সমাবেশে এ ঘটনা ঘটেছে। এরআগে রাজশাহী বিভাগীয় বিএনপি’র সহ-সাংগঠন সম্পাদক আমিরুল ইসলাম আলীম এর বক্তব্য চলাকালে এ দুর্ঘটনা ঘটে। এসময় জেলা বিএনপি’র সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম-সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, তাড়াশ উপজেলা বিএনপি’র সভাপতি স.ম আফসার আলী, সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুসহ প্রায় ২০/২৫ জন নেতাকর্মী আহত হয়।


আরও পড়ুন: গাজীপুরে শান্তিপূর্ণভাবে চলছে পোশাক কারখানা


এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও সম্প্রীতি সমাবেশের প্রধান অতিথি ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপি’র সভাপতি রোমানা মাহমুদ, সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, আজিজুর রহমান দুলাল, মকবুল হোসেন চৌধুরী, নাজমুল হাসনা তালুকদার রানা, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম-সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, হারুন-উর-রশিদ খান হাসান, নুর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মির্জা মোস্তফা জামানসহ জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদল, কৃষকদলের প্রায় শতাধিক নেতাকর্মীরা মঞ্চে উপস্থিত ছিলেন।


আরও পড়ুন: জাহাজে আগুনের পর বঙ্গোপসাগরে লাফ, নাবিকের মৃত্যু



জানা যায়, মঞ্চে ইকবাল হাসান মাহমুদ টুকু বিকেল ৪টার দিকে সম্প্রীতি সমাবেশে উপস্থিত হন। এরআগে, জেলা বিএনপি ও উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


তাড়াশ উপজেলা বিএনপি’র সভাপতি স.ম আফসার আলী বলেন, দীর্ঘ ২ বছর পর ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই সিরাজগঞ্জে আগমন উপলক্ষে দেখা একনজর দেখার কারণে মঞ্চে ওঠার কারণে এঘটনা ঘটে। এতে আমিসহ জেলা ও উপজেলার প্রায় ২০/২৫ জন নেতাকর্মী আহত হয়েছে।



আরএক্স/