একজন দিয়ে আর কতদিন ইন্ডাস্ট্রি টিকবে: কাজী হায়াৎ

শাকিবের প্রতি মানুষ আগ্রহ দেখায়। সে ১০০-তে ১০০ কিন্তু অন্যরা মাত্র ১০।
বিজ্ঞাপন
ঢাকাই ছবির বর্ষীয়া অভিনেতা ও গুণী নির্মাতা কাজী হায়াৎ। এদিকে, চলচ্চিত্রে অনেক দিন ধরে রাজ করছেন চিত্রনায়ক শাকিব খান। ঢালিউডে আরও বেশ কয়েকজন নায়ক থাকলেও, সেভাবে কোনো কাজ নেই তাদের। তাই বলাই যায়, ইন্ডাস্ট্রি টিকে আছে তার হাত ধরেই। এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন কাজী হায়াৎ।
সম্প্রতি রাজধানীতে “সিনেমার ভবিষ্যৎ” শীর্ষক এক আলোচনার আয়োজন করে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেজাব)। সেখানে আলোচনায় উঠে আসে শাকিবের নাম।
বিজ্ঞাপন
এ সময় কাজী হায়াৎ বলেন, “শাকিবের প্রতি মানুষ আগ্রহ দেখায়। সে ১০০-তে ১০০ কিন্তু অন্যরা মাত্র ১০। এই একটি ছেলে সিনেমাকে দীর্ঘবছর ধরে টিকিয়ে রেখেছেন। তবে একজন দিয়ে ইন্ডাস্ট্রি আর কতদিন টিকবে?”
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, “শাকিবের মতো এমন একটা ছেলেই আছে যার সিনেমার প্রতি আগ্রহ দেখায় মানুষ, হল মালিকরাও অপেক্ষায় থাকে। এ জন্য শাকিবকে দিয়ে মুক্তির আগে কমপক্ষে ৩ কোটি টাকা তোলা সম্ভব।”
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রসঙ্গত, এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রযোজক, পরিচালক থেকে সিনেমা সংশ্লিষ্ট অনেকেই। সেখানে চলচ্চিত্রে শাকিবের অবদান নিয়ে কথা হয়।
জেবি/এসবি








